দক্ষিণ ককেশাসের নাগর্নো-কারাবাখে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছে আজারবাইজান। এর মধ্যদিয়ে ওই এলাকায় আজেরি বাহিনীর সামরিক অভিযান আপাতত শেষ হয়েছে।
আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার প্রস্তাবিত যুদ্ধবিরতি আজ (বুধবার) গ্রিনিচ সময় ৯টায় কার্যকর হয়েছে। এর আগে আর্মেনিয়ার বাহিনী ককেশীয় অঞ্চলে তাদের অস্ত্র সমর্পণে রাজি হয়।
বিজ্ঞাপন
এর মধ্যে দিয়ে আর্মেনিয়ার সেনারা তাদের যুদ্ধের অবস্থান এবং সামরিক পোস্টগুলো পরিত্যাগ করে এবং সম্পূর্ণভাবে নিরস্ত্র হয়।
আরও পড়ুন: নাগর্নো-কারাবাখে আজারবাইজানের উগ্রবাদবিরোধী অভিযান শুরু
আজারবাইজান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, আর্মেনিয়ার সেনারা এ সমস্ত অস্ত্র ও ভারী সামরিক সরঞ্জাম আজেরি সেনাদের কাছে হস্তান্তর করে। কারাবাখে বসবাসকারী আর্মেনিয়ার নাগরিকদের পক্ষ থেকে আবেদন জানানোর পর এই যুদ্ধবিরতির পদক্ষেপ নেয়া হয়। আর্মেনিয় নাগরিকদের এই আবেদন আজারবাইজানের সেনাদের কাছে পৌঁছে দেয় রাশিয়ার শান্তিরক্ষী মিশন।
গতকাল আজারবাইজানের সামরিক বাহিনী কারাবাখের পাহাড়ি অঞ্চলে অভিযান শুরু করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নাগর্নো-কারাবাখে আজারবাইজানের অভিযান, বহু হতাহত
আজারবাইজান বলেছে, তারা রাশিয়ার শান্তিরক্ষী কমান্ড এবং তুর্কি-রাশিয়া পর্যবেক্ষণ কেন্দ্রের নেতৃত্বকে কারাবাখের সামরিক কার্যকলাপ সম্পর্কে অবহিত করেছে। আজারবাইজানের সামরিক অভিযান শুরুর ২৪ ঘন্টারও কম সময়ে ৩০ জনের বেশি মানুষ নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছে।
সূত্র : আল-জাজিরা, বিবিসি
এমইউ

