শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

অ্যাটক কারাগারের বিষয়ে ইমরান খানের আইনজীবী যা বললেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম

শেয়ার করুন:

অ্যাটক কারাগারের বিষয়ে ইমরান খানের আইনজীবী যা বললেন
আদালতে ইমরান খান (ফাইল ফটো)। ছবি: এপি

ইসলামাবাদ হাইকোর্টকে অ্যাটক কারাগারের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন ইমরান খানের আইনজীবী। বর্তমানে কূটনৈতিক বার্তা প্রকাশের মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান ওই কারাগারে আটক আছেন। 

পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রীর আইনি পরামর্শদাতা শের আফজাল মারওয়াত বুধবার আদালতে অ্যাটক কারাগারের ভয়ঙ্কর অবস্থার বিষয়ে অভিযোগ করেছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: পাকিস্তানে বন্দুকধারীর হামলায় এক খ্রিস্টান যাজক আহত 

ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খানকে আদিয়ালিয়া কারাগারে স্থানান্তর সংক্রান্ত আবেদনের শুনানির সময় মারওয়াত দাবি করেন, পিটিআই চেয়ারম্যানকে যেখানে রাখা হয়েছে, সেখানে কীটপতঙ্গের উপদ্রব রয়েছে। সেখানে নূন্যতম কোনো সুযোগ-সুবিধা নেই।

তিনি আরও জানান, সাবেক এ প্রধানমন্ত্রী ঘুমাতে পারছেন না। কারণ, ইমরান খানকে যেখানে রাখা হয়েছে, সেখানে ছাদ নেই।

ইমরান খানের আইনজীবী আরও জানান যে অ্যাটক কারাগারে দ্বিতীয় শ্রেণীর সুযোগ-সুবিধাও নেই।


বিজ্ঞাপন


আরও পড়ুন: পাকিস্তানে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি: প্রধানমন্ত্রী কাকার

নিরাপত্তা উদ্বেগের কারণে ইমরান খানকে অ্যাটক কারাগারে রাখা হয়েছে বলে কর্মকর্তাদের বক্তব্যের বিরোধিতা করে মারওয়াত বলেছেন যে সবাই জানে আদিয়ালা [কারাগার] অ্যাটক কারাগারের চেয়ে বেশি নিরাপদ।"

সাবেক এ প্রধানমন্ত্রীকে রাওয়ালপিন্ডির ওই কারাগারে স্থানান্তরের জন্য আদালতকে অনুরোধ করার সময় মারওয়াত বলেন, ‘ইমরান খানের জন্য দ্বিতীয় শ্রেণীর সুযোগ-সুবিধা এবং তাকে আদিয়ালা জেলে স্থানান্তর করা একটি (আইনানুগ) অধিকার।

সূত্র : জিও নিউজ

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর