শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

‘ইরান ও সৌদি আরবের সম্পর্ক সঠিক পথেই আছে’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৩, ০২:৫৩ পিএম

শেয়ার করুন:

‘ইরান ও সৌদি আরবের সম্পর্ক সঠিক পথেই আছে’
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির-আব্দুল্লাহিয়ান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল। ছবি: প্রেস টিভি

ইরান ও সৌদি আরবের মধ্যেকার সম্পর্ক সঠিক পথেই আছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আবদুল্লাহিয়ান এ মন্তব্য করেছেন। সৌদি আরবে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান রিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ’ আলোচনা করেছেন। বহু বছরের মধ্যে প্রথম কোনো ইরানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আবদুল্লাহিয়ান গতকাল (বৃহস্পতিবার) সৌদি আরব সফরে যান ।


বিজ্ঞাপন


সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, তেহরান ও রিয়াদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ‘সঠিক পথে এগুচ্ছে।’ কিছুদিনের মধ্যেই আমরা প্রগতি দেখতে পাব।' দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে।

আমির-আব্দুল্লাহিয়ান মূলত সৌদি পররাষ্ট্রমন্ত্রীর গত জুন মাসের তেহরান সফরের ফিরতি সফরে রিয়াদে গেছেন। গত মার্চ মাসে দু’দেশ চীনা মধ্যস্থতায় নিজেদের সম্পর্ক পুনর্নিমাণের সিদ্ধান্ত নেওয়ার পর এসব সফর বিনিময়  হলো। এরই মধ্যে পরস্পরের দেশে সাত বছর পর দূতাবাস খুলেছে ইরান ও সৌদি আরব। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলি রেজা এনায়েতি আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে ছিলেন।

বৃহস্পতিবার রিয়াদে যৌথ সংবাদ সম্মেলনে ফয়সাল বিন ফারহান বলেন, কূটনীতিক সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে আজ আমাদের মধ্যে বৈঠক হয়েছে। দু’দেশের সম্পর্কের ইতিহাসের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম বিশ্ব ও পশ্চিম এশিয়ার দু’টি গুরুত্বপূর্ণ দেশ ইরান ও সৌদি আরব সকল ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে বদ্ধপরিকর। আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ইরান মনে করে মধ্যপ্রাচ্যের দেশগুলোই তাদের অঞ্চলের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম এবং তেহরান এ ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।


বিজ্ঞাপন


প্রখ্যাত সৌদি শিয়া আলেম শেখ নিমর বাকির আল-নিমরের ফাঁসি কার্যকর করার প্রতিবাদে ২০১৬ সালের জানুয়ারি মাসে তেহরানে ব্যাপক সৌদি বিরোধী বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের একটি দল তেহরানস্থ সৌদি দূতাবাসে আগুন ধরিয়ে দিলে রিয়াদ তেহরানের সঙ্গে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেছিল। এরপর দীর্ঘ বিরতির পর গত মার্চ মাসে চীনের মধ্যস্থতায় নিজেদের মধ্যে কূটনীতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে সম্মত হয় ইরান ও সৌদি আরব।

সূত্র : রয়টার্স, ডয়চে ভেলে, প্রেস টিভি

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর