বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

কোন দেশে যাওয়া সহজ

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৩ পিএম

শেয়ার করুন:

কোন দেশে যাওয়া সহজ

উন্নত জীবনযাপন, টাকা উপার্জন ও পড়াশোনার উদ্দেশ্যে নিজ দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানোর চিন্তা করেন অনেকেই। আর সেক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা হলো ভিসাপ্রাপ্তি। বিভিন্ন দেশ অন্য দেশের নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে বেশকিছু মাপকাঠি বিবেচনা করেন। যেমন— নিজ দেশ ছেড়ে যেতে চাওয়ার উদ্দেশ্য, পড়াশোনার ও ভ্রমণের ক্ষেত্রে আর্থিক সচ্ছলতা ইত্যাদি।

সাধারণত সবাই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মত উন্নত দেশগুলো যেতে চায়। কিন্তু এই দেশগুলোর অভিবাসন প্রত্যাশীদের ভিসা পাওয়া বেশ কঠিন। শুধু তাই নয়, খরচও অনেক। সেই তুলনায় ইউরোপের দেশগুলোও উন্নত এবং সুযোগ-সুবিধা অনেক বেশি। যেতেও অনেক কম টাকা খরচ করতে হয়। এখন বাংলাদেশিদের জন্য ইউরোপের ভিসা প্রক্রিয়াও অনেক সহজ করা হয়েছে। চলুন জেনে নিই বাংলাদেশ থেকে কোন কোন দেশে যাওয়া সহজ।


বিজ্ঞাপন


Portugalপর্তুগাল

অভিবাসীদের স্বর্গ বলা হয় পর্তুগালকে। কারণ, পর্তুগালে নাগরিকত্ব পাওয়া সবচেয়ে সহজ। পর্তুগালে কাজের জন্য ভিসা পাওয়া বেশ সহজ। এছাড়া ভ্রমণ ও পড়াশোনার জন্য সহজেই ভিসা পাওয়া যায়। তবে স্টুডেন্ট ভিসা পেতে আইইএলটিএস স্কোর কমপক্ষে ৬.০০ থাকতে হবে।

Maltaমাল্টা

মাল্টা ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ। বর্তমানে প্রতিবছরই বিভিন্ন দেশ থেকে মাল্টায় কাজের উদ্দেশ্যে পাড়ি জমায়। ইউরোপের এই দেশে কাজের জন্য ভিসা পাওয়া অনেকটাই সহজ। বর্তমানে বাংলাদেশ ও ভারত থেকে কাজ নিয়ে মাল্টায় যাচ্ছেন অনেকেই। এছাড়া টুরিস্ট ও স্টুডেন্ট ভিসাপ্রাপ্তিও বেশ সহজ। ইউরোপের অন্যদেশগুলোর তুলনায় মাল্টায় যেতে খরচও বেশ কম।


বিজ্ঞাপন


Switzerlandসুইজারল্যান্ড

পর্যটনের অন্যতম দেশ সুইজারল্যান্ড। সবসময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যান পর্যটকরা। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ও টুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যাওয়া যায়। বাংলাদেশের অধিকাংশ মানুষ টুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যান। কারণ, সহজেই সুইজারল্যান্ডের টুরিস্ট ভিসা পাওয়া যায়। কিন্তু কাজের জন্য সুইজারল্যান্ডের ভিসা পাওয়া বেশ কঠিন। আবার পড়াশোনা জন্য ভিসাপ্রাপ্তি সহজ। সেক্ষেত্রে ভালো আইইএলটিএস স্কোর ও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

আরও পড়ুন: কোন দেশে সহজে নাগরিকত্ব পাওয়া যায়

হাঙ্গেরি

বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়াশোনার জন্য ভিসাপ্রাপ্তি অনেক সহজ। এক্ষেত্রে অবশ্যই সকল শর্ত পূরণ করতে হবে। সেই শর্তগুলোও বেশ সহজ। এছাড়া হাঙ্গেরিতে কাজের জন্য ভিসা চালু করা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেখা গিয়েছে, ২০২১ সালে আবেদনকারীদের মধ্যে ৯৫ শতাংশ হাঙ্গেরির ভিসা পেয়েছে। বাকী ৫ শতাংশ ভিসা কাগজপত্রের গরমিলের জন্য বাতিল করা হয়।

Franceফ্রান্স

ফ্রান্স অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী একটি দেশ। ফ্রান্সে টুরিস্ট ভিসা পাওয়া যায় সহজেই। তবে সেক্ষেত্রে ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে শর্তগুলো পূরণ করতে হবে। ফ্রান্সে স্টুডেন্ট ভিসাও সহজে পাওয়া যায়। কিন্তু কাজের জন্য ভিসা পাওয়া কিছুটা কঠিন। তবে নিয়ম মেনে চেষ্টা করলে খুব সহজেই কাজের জন্য ভিসা পেয়ে যাবেন।

Netherlandsনেদারল্যান্ড

বর্তমানে নেদারল্যান্ডের স্টুডেন্ট ভিসাও অনেক সহজ। বিগত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী, যেসব শিক্ষার্থী নেদারল্যান্ডে স্টুডেন্ট ভিসার আবেদন করেছে, তাদের সকলেই ভিসা পেয়েছে। কিন্তু সেক্ষেত্রে আইইএলটিএস স্কোর কমপক্ষে ৬.৫০ থাকতে হবে।

এমএইচটি/এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর