মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

কেমন আছেন ইউক্রেন প্রবাসী বাংলাদেশিরা

আজিম বাপ্পি
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img
আরিফ চৌধুরী

ইউক্রেনের রুশ অধ্যুষিত দুটি অঞ্চলকে ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এরপর ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর সামরিক ট্যাংক অগ্রসর হয় ইউক্রেনের দোনেৎস্কের দিকে। এর কিছুক্ষণ পরই ইউক্রেনজুড়ে শোনা যায় বিস্ফোরণের শব্দ। 

দুই দেশের চলমান সংঘাতের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় আছে ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিরা। পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, দেশটিতে অবস্থান করছেন প্রায় দেড় হাজার বাংলাদেশি। এর মধ্যে রয়েছেন শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ। 


বিজ্ঞাপন


শনিবার ইউক্রেনে থাকা প্রবাসী বাংলাদেশি আরিফ চৌধুরীর সাথে কথা হয় ঢাকা মেইলের। একান্ত আলাপকালে তিনি এ প্রতিবেদককে জানান চরম অনিশ্চয়তার কথা। তিনি বলেন, আমরা রাতে স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নিয়েছি। কিন্তু মুর্হুমুহু গুলির শব্দে কেঁপে উঠছিল চারপাশ। ভালো ঘুম হয়নি। প্রতিটি মুহূর্ত কেটেছে দুশ্চিন্তায়। 

তার দেওয়া তথ্যে উঠে এসেছে আরো অনেক ভয়াবহতার কথা।

 তিনি বলেন, আমার সঙ্গে আরও কয়েকটি পরিবার রয়েছে। আছে নারী ও শিশুসহ অনেকে। আমরা এখন হাঁটছি। 


বিজ্ঞাপন


এসময় এক প্রশ্নের জবাবে আরিফ বলেন, এই পরিস্থিতিতে আমাদের জন্য দূতাবাসের কিছুই করার নেই। তবে তারা বলেছে পোল্যান্ড সীমান্তে যেতে। আমরা সেদিকেই যাচ্ছি। 

আরিফের সাথে আর কথা বাড়ানো গেলো না। কারণ মোবাইলে কথা বলার সময় তার মধ্যে থাকা আতঙ্ক স্পষ্ট হয়েছে কয়েক বার। 

এদিকে শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ইউক্রেন থেকে ২৪ জন প্রবাসী সীমান্ত দিয়ে পোল্যান্ড প্রবেশ করেছে। তারা এখন হেফাজতে আছেন। 

তিনি আরও বলেন, পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখছে। দূতাবাসের পক্ষ থেকে হোয়াটঅ্যাপে গ্রুপ করে গতকাল প্রায় তিনশ বাংলাদেশির সঙ্গে কথা বলা হয়েছে। ইউক্রেন থেকে বাংলাদেশিদের পোল্যান্ডে নিয়ে এসে আপাতত আশ্রয় দিতে আমরা নির্দেশ দিয়েছি। সেখানে থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে

এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন বিবিসিকে দেওয়া এক স্বাক্ষাৎকারে বলেন, ইউক্রেনে অবস্থানরত প্রবাসীরা পুরো ইউক্রেনে ছড়িয়ে ছিটিয়ে আছেন। পূর্ব ইউক্রেনের বিভিন্ন এলাকায়ও রয়েছেন অনেকে। 

বাংলাদেশের এই রাষ্ট্রদূত বলেন, যদিও শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের জন্য ইউক্রেন ছাড়ার ব্যবহারিক নানা অসুবিধা রয়েছে। কিন্তু পরিস্থিতির কারণে অনেকে বাধ্য হয়ে ইউক্রেন ছাড়ার কথা ভাবছেন এবং ছাড়ছেনও। 

তিনি বলেন, ইউক্রেনে অবস্থান করছেন এমন প্রায় ৫০০ প্রবাসী। তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। পরিস্থিতির আপডেট রাখা হচ্ছে। প্রবাসীদের সহযোগিতা দেওয়ার জন্য ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। 

রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন বলেন, পোল্যান্ড ইউক্রেনের সাথে তাদের সীমান্ত খুলে দিয়েছে। এক ব্রিফিংয়ে পোল্যান্ড জানিয়েছে, ‘ইউক্রেনে অবস্থানরত তৃতীয় দেশের নাগরিকরা চাইলে ১৫ দিনের জন্য ট্রানজিটে থাকার অনুমতি দেবে পোল্যান্ড।’

একেবি/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর