বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

কেমন আছে ২২ কোটি টাকার ইনজেকশন নেওয়া ছোট্ট রাইয়ান?

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ০৯:২৫ এএম

শেয়ার করুন:

কেমন আছে ২২ কোটি টাকার ইনজেকশন নেওয়া ছোট্ট রাইয়ান?
বিরল রোগে আক্রান্ত রাইয়ান। ছবি: ঢাকা মেইল

দেখতে দেখতে একমাস পার হলো বিরল রোগে আক্রান্ত ছোট্ট শিশু রাইয়ানের ২২ কোটি টাকা দামের ইনজেকশন নেওয়ার সময়। নিউরোডিজেনারেটিভ রোগ 'স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফিতে' (এসএমএ) আক্রান্ত রাইয়ানকে লটারির মাধ্যমে দেওয়া হয়েছিল বিপুল টাকার এই ইনজেকশন। বর্তমানে বাড়িতে বসে চিকিৎসা নেওয়া শিশুটি আগের থেকে অনেকটা সুস্থ। সে শরীর নড়াচড়া করতে পারছে বলেও জানিয়েছেন চিকিৎসক।

রাইয়ানের চিকিৎসার সরাসরি তত্ত্বাবধান করছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ডা. জোবাইদা পারভীন। তিনি জানিয়েছেন, রাইয়ানের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ও আগে হাত নাড়াতে পারলেও মাথার উপর নিতে পারত না। এখন মাথার ওপরে হাত তুলতে পারছে। ও আগে শোয়া অবস্থায় কাত হতে পারত না, এখন পারছে।


বিজ্ঞাপন


গত ২৫ অক্টোবর রাইয়ানকে থেরাপির এই ইনজেকশন দেওয়া হয়। এর প্রায় এক মাস পর গত ২১ নভেম্বর নিউরোসায়েন্সেস হাসপাতালে ফলোআপের জন্য আবারও আনা হয় তাকে।

এই চিকিৎসক জানান, রাইয়ানের বাড়ি মানিকগঞ্জ। বাড়ি অনেক দূরে হওয়ায় প্রতি সপ্তাহে রাইয়ানের মায়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। তার মাকে ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি শিখিয়ে দেওয়া হয়েছে। তার মা বাড়িতে বসেই এসব থেরাপি দিচ্ছেন।

রাইয়ানের পরিপূর্ণ সুস্থ হতে অনেক সময় লাগবে জানিয়ে ডা. জোবায়দা বলেন, নিয়মিত ফিজিওথেরাপি দেওয়া হলে আস্তে আস্তে রাইয়ান হাঁটতে শিখবে।

প্রসঙ্গত, স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি একটি বিরল ও জটিল স্নায়ুতন্ত্রের জন্মগত রোগ, যা জেনেটিক কারণে হয়ে থাকে। এ রোগে আক্রান্ত হলে সাধারণত শিশুর ঘাড় শক্ত হয় না। তারা বসতে পারে না।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ডেঙ্গুসহ সব ঝুঁকি নিয়ন্ত্রণে ‘এক দেশ এক স্বাস্থ্য ব্যবস্থা’ জরুরি

তবে কথা বলতে পারে, যোগাযোগ করতে পারে। কারণ বুদ্ধি স্বাভাবিক থাকে। কিন্তু শরীরের নড়াচড়া কম থাকে, ঘন ঘন শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্টের কারণে শ্বাসের জন্য যে মাংসপেশি তা দুর্বল হয়ে যায় এবং একপর্যায়ে মারা যায় এ রোগে আক্রান্ত শিশু।

বিরল এই রোগের চিকিৎসা ব্যয় কল্পনার বাইরে। তবুও রাইয়ানকে দিয়েই দেশে প্রথমবারের মতো ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি’ (এসএমএ) রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় জিন থেরাপি।

রাইয়ানকে যে ওষুধ দেওয়া হয়েছে তার প্রতি ডোজের দাম প্রায় ২২ কোটি টাকা। যা বিনামূল্যে দিয়েছে বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভার্টিস।

এই জিন থেরাপি ইউএসএফডিএ (ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) অনুমোদিত।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর