শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

হার্ট অ্যাটাকে চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম

শেয়ার করুন:

হার্ট অ্যাটাকে চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমানের মৃত্যু

হ্যার্ট অ্যাটাক করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মাহবুবুর রহমান শাহীন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু করেন তিনি।


বিজ্ঞাপন


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্বজনরা জানিয়েছে, কিছুদিন পূর্বেই হার্ট অ্যাটাক হলে ডা. শাহীনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হার্টের সফল অস্ত্রোপচার হয়। এর মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দীর্ঘ দিন ধরে জটিল কিডনি রোগে ভোগা ডা. শাহীন কয়েক বছর আগে ভারতে একটি কিডনি ট্রান্সপ্লান্ট করেন। তার একদিন পর পর ডায়ালাইসিস করতে হতো। 

ডা. শাহীন ১৯৬১ সালের মে মাসে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার গচিহাটায় জন্মগ্রহণ করেন। তিনি বনগ্রাম আনন্দ কিশোর স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এর পর ভর্তি হন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম)। সেখান থেকে ১৯৮৮ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।


বিজ্ঞাপন


পরবর্তীতে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ইন অপথ্যালমোলজি (ডি.অফথ) ডিগ্রি লাভ করেন ডা. মাহবুবুর রহমান শাহীন।

বিস্তৃত কর্মজীবনে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে কাজ করেছেন। তিনি ইবনে সিনা হাসপাতালে কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়াও কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চক্ষু বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করে আসছিলেন।

ডা. মাহবুবুর রহমান শাহীনের জানাজা শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা গচিহাটা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

এসএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর