ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের পরিচালক হিসেবে অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর আগে তিনি ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন, এখন তিনি ভারমুক্ত হয়েছেন।
বুধবার (১৪ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদকে (৪১৩৪৭) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক পদে বদলি/পদায়ন করা হলো।’
এর আগে ২০২৫ সালের বছরের ১৮ ফেব্রুয়ারি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ পান ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ।
তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৯৩ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০০ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) থেকে মেডিসিন বিষয়ে এফসিপিএস সম্পন্ন করেন। এরপর ২০০৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে নিউরোলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করেন। পরে মেডিসিনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ যুক্তরাষ্ট্রভিত্তিক আমেরিকান কলেজ অব ফিজিশিয়ান্স (এসিপি) থেকে সম্মানসূচক ফেলোশিপ এফএসিপি গ্রহণ করেন।
২০০৮ সালের ২ জুলাই ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিসিন বিভাগের জুনিয়র কনসালট্যান্ট হিসেবে কর্মজীবন শুরু করেন ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ।
বিজ্ঞাপন
বিস্তৃত কর্মজীবনে ২০২৩ সালের ২৬ জুলাই থেকে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে নিউরোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ২০১১ সালের ৪ ডিসেম্বর থেকে ২০১৫ সালের ৫ আগস্ট পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৫ সালের ৬ আগস্ট নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।
এসএইচ/এএস

