জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে অধ্যাপক ডা. মো. সহিদুর রহমানকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তিনি একই প্রতিষ্ঠানে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত গত ২৪.১২.২০২৫ তারিখে অধ্যাপক গ্যাস্ট্রোএন্টারোলজি পদে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তার যোগদানপত্র গ্রহণপূর্বক তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।
অধ্যাপক ডা. মো. সহিদুর রহমানকে আগামী তিন কর্মদিবসের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
এসএইচ/ক.ম

