শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

হেলথ ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
২০২৬ সালের নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আবেদনের যোগ্যতা ও শর্তাবলী
 
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। প্রার্থীকে ২০২৩, ২০২৪ অথবা ২০২৫ সালের এইচএসসি বা সমমান এবং ২০২১, ২০২২ অথবা ২০২৩ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবেই তিন বছরের অধিক হতে পারবে না।


বিজ্ঞাপন


308833074_402636932053836_6848282827788523150_n

বিএসসি ইন নার্সিং: বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি মিলিয়ে ন্যূনতম জিপিএ ৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম গ্রহণযোগ্য নয়। এছাড়া এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে।

ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি: যেকোনো বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি মিলিয়ে ন্যূনতম জিপিএ ৬.০০ থাকতে হবে। কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৫০-এর নিচে হওয়া যাবে না।

কোটা ও আসন বিন্যাস: সরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট আসনের ১৫% পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই কোটা সর্বোচ্চ ২০% পর্যন্ত হতে পারবে। তবে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনের যোগ্য।


বিজ্ঞাপন


ভর্তি পরীক্ষার মানবণ্টন: মোট ১৫০ নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। এর মধ্যে ১০০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে (সময় ১ ঘণ্টা ১৫ মিনিট) এবং বাকি ৫০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যোগ করা হবে। MCQ পরীক্ষায় পাস নম্বর ৪০।

611778142_1311896240693889_8375382978085369012_n

608973250_1311896277360552_3848759476838068218_n_(1)

গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

অনলাইন আবেদন শুরু: ১২ জানুয়ারি ২০২৬ (দুপুর ১২.০০টা)

আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬ (রাত ১১.৫৯টা)

আবেদন ফি জমা দেওয়ার শেষ সময়: ০১ ফেব্রুয়ারি ২০২৬

প্রবেশপত্র ডাউনলোড: ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ভর্তি পরীক্ষার তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (সকাল ১০.০০টা - ১১.১৫টা)

আবেদন ফি: বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য ৭০০ টাকা এবং ডিপ্লোমা কোর্সের জন্য ৫০০ টাকা আবেদন ফি টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্যের জন্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgnm.gov.bd) অথবা কাউন্সিলের ওয়েবসাইট (www.bnmc.gov.bd) ভিজিট করতে পারেন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর