বাংলাদেশে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধ তালিকায় নতুন করে ১৩৬টি ওষুধ যুক্ত করা হয়েছে। যা দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে অপরিহার্য ওষুধের সহজলভ্যতা ও সাশ্রয়ী মূল্য নিশ্চিত করবে সরকার।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
বিজ্ঞাপন
বিশেষ সহকারী বলেন, নতুন তালিকাভুক্ত ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ হবে এবং এই সরকারের সময়েই এর বাস্তবায়ন হবে।
তিনি আরও বলেন, ক্যানসার চিকিৎসার ওষুধ এই তালিকাতে নেই। তবে হাইপারটেনশন, ডায়াবেটিসসহ বাকিগুলো রয়েছে। দেশে ওষুধের মূল্য নির্ধারণ না করায় হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল।
এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসেনশিয়াল ড্রাগের সংখ্যা বাড়ানো হয়েছে যার গাইডলাইন ইতোমধ্যেই কেবিনেট অনুমোদিত বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
এসএইচ/এফএ

