বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

প্যাথলজি-রেডিওলজির রিপোর্টে অনলাইন নয়, লাগবে চিকিৎসকের সরাসরি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ১০:০৯ পিএম

শেয়ার করুন:

প্যাথলজি-রেডিওলজির রিপোর্টে অনলাইন নয়, লাগবে চিকিৎসকের সরাসরি স্বাক্ষর
প্যাথলজি-রেডিওলজির রিপোর্টে অনলাইন নয়, লাগবে চিকিৎসকের সরাসরি স্বাক্ষর।

এখন থেকে প্যাথলজি ও রেডিওলজির রিপোর্টে চিকিৎসকের অনলাইন স্বাক্ষর নয়, সরাসরি স্বাক্ষর লাগবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (৫ জানুয়ারি) অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নোটিশ এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের প্যাথলজি ও রেডিওলজির রিপোর্ট সংক্রান্ত ৯টি নির্দেশনা দিয়েছে অধিদফতর। নির্দেশনাগুলো হলো–

১. প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে প্রতিষ্ঠানের লাইসেন্সের জন্য আবেদনে উল্লিখিত প্যাথলজি বিশেষজ্ঞ/রেডিওলজি বিশেষজ্ঞ/মেডিকেল অফিসার এর নিজ হস্তে প্রদত্ত স্বাক্ষর থাকতে হবে।

২. প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে ইলেকট্রনিক স্বাক্ষর/অনলাইন রিপোর্ট গ্রহণযোগ্য নয়।

৩. ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা ছাড়া অন্য স্থাপনা হতে নমুনা সংগ্রহ/স্যাম্পল কালেকশান) করা যাবে না।


বিজ্ঞাপন


৪. অটো জেনারেটেড রিপোর্ট ভ্যারিফাই করে বিশেষজ্ঞ চিকিৎসকের স্বাক্ষরসহ রিপোর্ট করতে হবে।

৫. রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকগণকে বিএমডিসি রেজিস্ট্রার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে।

৬. প্যাথলজি ল্যাবরোটরি মেশিনলর নিয়মিত কোলাবোরেশ করে নিতে হবে।

৭. ল্যাব এ রেজিস্ট্রার মেইনটেইন করতে হবে। ল্যাব পরীক্ষার রেকর্ড সংরক্ষণ করতে হবে।

৮. ল্যাব এর বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে।

৯. সকল যন্ত্রপাতি বা রি-এজেন্টের ক্ষেত্রে রেজিষ্ট্রেশন গাইডলাইনস ফর মেডিকেল ডিভাইসেস বাংলাদেশ ২০১এ অনুসরণ করতে হবে।

এসএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর