রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে গুরুত্ব দিন: স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে গুরুত্ব দিন: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘আমরা রোগ প্রতিরোধে জোর না দিলে সারা বাংলাদেশকে যদি আমরা হাসপাতাল বানাই তাহলেও জায়গা দেওয়া সম্ভব হবে না। কাজেই সবাই মিলে আমরা রোগ প্রতিরোধে জোর দেব। ডাক্তার, নার্স, সাধারণ মানুষ  আমরা যে যেখানে আছি চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে।’

শনিবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রামের কাট্টলীতে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট ভবন নির্মাণের শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমরা অনেক জায়গায় পিছিয়ে আছি। এসডিজিতে (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস) যেই জায়গায় আমাদের চলে যাওয়ার কথা ছিলো আমরা সেখান থেকে পিছিয়ে আছি। কাজেই আমাদের চেষ্টা করতে হবে সমন্বিতভাবে দল, মত নির্বিশেষে আমরা যেন এ কাজগুলোকে এগিয়ে নিতে পারি।  

health_adviser_ii
Caption


  
চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট ভবন নির্মাণের সূচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন  দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সহ-সভাপতি এসএম আবু তৈয়ব এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ।

এর আগে স্বাস্থ্য উপদেষ্টা চট্টগ্রাম নগরীর  লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল এবং চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেন।


বিজ্ঞাপন


এসএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর