শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কাজে ফেরার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কাজে ফেরার নির্দেশ

স্বাস্থ্য মন্ত্রণালয় মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মসূচি প্রত্যাহার করে জরুরি সেবা স্বাভাবিক করতে কাজে ফেরার নির্দেশ দিয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা গত কয়েকদিন ধরে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করায় সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে জরুরি সেবা ব্যাহত হচ্ছে। এতে সাধারণ রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। মানুষের প্রয়োজনীয় চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় সেবা গ্রহীতাদের কাছে দুঃখ প্রকাশ করে মন্ত্রণালয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দশম গ্রেড প্রদানের দাবি দীর্ঘদিনের পুরোনো। এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সব কার্যক্রম ইতোমধ্যে ইতিবাচকভাবে সম্পন্ন করেছে এবং সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে এবং সমাধানে আন্তরিকভাবে কাজ করছে। যেহেতু এটি বহুদিনের সমস্যা, তাই সমাধানের জন্য সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠকে এসব অগ্রগতি সম্পর্কে আন্দোলনকারীদের প্রতিনিধিদের জানানো হলেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। রোগীদের ‘জিম্মি’ করে দাবির পক্ষে অবস্থান নেওয়া স্বাস্থ্যসেবার মতো পেশার জন্য অপ্রাসঙ্গিক।

এ অবস্থায় সরকারের সব পক্ষের ইতিবাচক উদ্যোগ চলমান থাকায় কর্মবিরতির মাধ্যমে রোগীদের সেবা বঞ্চিত না করে অবিলম্বে কাজে যোগদানের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, অত্যাবশ্যকীয় সেবা বন্ধ রেখে জনস্বার্থবিরোধী কার্যক্রম চালালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এম/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর