শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডেঙ্গু কেড়ে নিলো তরুণ চিকিৎসকের প্রাণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম

শেয়ার করুন:

ডেঙ্গু কেড়ে নিলো তরুণ চিকিৎসকের প্রাণ
রংপুর মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. সৌরভ সাহা

ডেঙ্গুর আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রংপুর মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. সৌরভ সাহা। রোববার (২১ সেপ্টেম্বর) সকালের দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত ছিলেন ডা. সৌরভ সাহা। স্বপ্ন ছিল বড় চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করবেন। ইতিমধ্যে জয় করেছেন হেপাটোবিলিয়ারি সার্জারিতে এফসিপিএস ও এমএস পেজ এ। ক্যারিয়ারে কঠিন কঠিন ধাপ পার করে ডেঙ্গুর কাছে হার মানলেন তরুণ মেধাবী এই চিকিৎসক।


বিজ্ঞাপন


ডা. সৌরভ সাহা ছিলেন রংপুর মেডিকেলের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি মাগুরা জেলায়।

এদিকে ডা. সৌরভ সাহার মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন দেশের চিকিৎসক সমাজসহ বিভিন্ন স্তরের শ্রেণি-পেশার মানুষ।

ডা. সৌরভ সাহার শিক্ষক ডা. নওশাদুজ্জামান হিরা লিখেছেন, ‘ছেলেটি সারাটা জীবন শুধু অমানুষিক পরিশ্রম ও কষ্টই করে গেল। একান্ত নিজের জন্য যখন পাওয়ার প্রবেশ দ্বারে ঠিক তখনি সৃষ্টিকর্তা ওকে নিজের কাছে নিয়ে গেলেন।’

ডা. সৌরভ সাহার ব্যাচমেট ডা. শরিফুল ইসলাম লিখেন, ‘সামান্য এক এডিস মশকীর কামড় থেকে জীবনাবসান, কত ঠুনকো আমাদের জীবন। জীবন আর ক্যারিয়ার নিয়ে কতশত আক্ষেপ আমাদের, অথচ মৃত্যু কত নিকটে।’


বিজ্ঞাপন


এসএইচ/ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর