রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সহযোগী অধ্যাপক পদে একসঙ্গে ৯৪ চিকিৎসককে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

সহযোগী অধ্যাপক পদে একসঙ্গে ৯৪ চিকিৎসককে পদোন্নতি

দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৯৪ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (২৭ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে ইউরোলজি বিভাগের ২৬, গাইনি অ্যান্ড অবসের ৩৬, চর্ম ও যৌন বিভাগের ১৩, নিউরোলজির ৪, পেডিয়াট্রিক্সের ৭, ফার্মাকোলজির ১ এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের ৭ জনকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ এর চতুর্থ গ্রেডে বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখায় প্রেরণ করতে বলা হয়েছে।

এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর