রোগীদের ভোগান্তি কমাতে এবং পরীক্ষার জন্য দীর্ঘ লাইনের দুর্ভোগ এড়াতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকের ৪র্থ তলায় এই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
বিজ্ঞাপন
এখন থেকে রোগীরা সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে এবং কনট্রাস্ট এক্স-রে পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ‘অ্যাপয়েন্টমেন্ট’ মেন্যু থেকে ‘রেডিওলজি অ্যান্ড ইমেজিং’ অপশন নির্বাচন করে নির্ধারিত ফর্ম পূরণ করে অনলাইনে তারিখ বুকিং করতে পারবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী তিন কর্মদিবস পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, ‘রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োগ সম্ভব। এখান থেকে বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবার পথ সুগম হবে। এই বিভাগকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এক নম্বরে নিয়ে যেতে হবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবার মাধ্যমে রোগীদের দুর্ভোগ যেমন কমবে, তেমনি কিছু অনাকাঙ্ক্ষিত ও অনৈতিক পরিস্থিতিও প্রতিরোধ করা সম্ভব হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, ‘বিএমইউর তিনটি মূল কার্যক্রম—গবেষণা, শিক্ষা ও চিকিৎসাসেবা। এর মধ্যে চিকিৎসাসেবার অংশ হিসেবে এই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবা রোগীদের দীর্ঘ অপেক্ষা ও হয়রানি কমাবে। বর্তমান প্রশাসনের ডিজিটালাইজেশনের প্রয়াসে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।’
রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. হাবিবা খাতুন জানান, ‘প্রাথমিকভাবে পরীক্ষাগুলোর ৫০ শতাংশ অনলাইনে বুকিংয়ের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে এটিকে ১০০ শতাংশে উন্নীত করা হবে।’
বিজ্ঞাপন
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. হাবিবা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান।
এছাড়া বিভাগের অন্যান্য শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. মঈনুল আহসান, অধ্যাপক ডা. সৈয়দা নাজলী মোস্তফা, সহযোগী অধ্যাপক ডা. মাহমুদ হাসান মোস্তফা কামাল, ডা. এএসএম সাহিদুল হোসেন, ডা. আখম আনোয়ার হোসেন, ডা. মোর্শেদা বেগম, ডা. মো. আলী কবির, ডা. জেরীন সুলতানা দীপা, ডা. তাহেরা সুলতানা, ডা. অনিন্দতা দত্ত, ডা. শাহনাজ চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. মো. মেনহাজুল ইসলাম ও ডা. সেলিনা রহমান প্রমুখ।
এসএইচ/ক.ম

