দেশে ওষুধের কাঁচামাল উৎপাদন ও মেডিকেল ডিভাইস উৎপাদনে সরকারের পক্ষ থেকে নীতিগত সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ স্বাস্থ্য সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
বিজ্ঞাপন
ডা. সায়েদুর রহমান বলেন, ওষুধের কাঁচামাল এখনো ৯০ শতাংশ আমদানি নির্ভর। এই নির্ভরতা পর্যায়ক্রমে কমাতে হবে। দেশীয় ব্যবস্থাপনায় ওষুধের কাঁচামালা তৈরি বাড়াতে সরকারের পক্ষ থেকে নৈতিক সর্মথন ও নীতি সহায়তা দেওয়া হবে। সহজ শর্তে ব্যাংক লোন দেওয়ার ব্যবস্থা করা হবে।
সরকারের এই কর্মকর্তা বলেন, ওষুধের কাঁচামাল শিল্পের বিকাশে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব আমরা পেয়েছি। এই কমিটি দ্রুত সময়ের মধ্যে করা হবে। তিনি বলেন, নেতৃত্ব ব্যবস্থাপনায় দুর্বলতা কাটিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টকে ফাংশনাল করবো। পরিকল্পনা ও বরাদ্দের অভাব আছে। ৮১টি প্রতিষ্ঠান তৈরি আছে, কিন্তু ফাংশনাল না। যন্ত্রপাতি বা ইকুউপমেন্ট নাই, যতগুলো সম্ভব ফাংশনাল করার চেষ্টা করবো আমাদের মেয়াদে। ১৫ হাজার শয্যা সংখ্যার ঘাটতি আছে।
সায়েদুর রহমান বলেন, রাষ্ট্রের প্রয়োজনীয়তা যাচাই করে আগামী দিনের পরিকল্পনা করতে চাই। হেলথ টেকনোলজি অ্যাসেসমেন্ট একেবারে নাই। এজন্য একটা ইউনিট করার চেষ্টা করছি। সরকারি হাসপাতালে সেবা নেওয়ার পর রোগী চিরকুটে জানতে পারবেন কত টাকার সেবা পেয়েছেন।
মানহীন মেডিকেল কলেজের বিষয়ে অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, মানহীন মেডিকেল কলেজ দেশের নাগরিকদের ক্ষতি করছে। দেশের নিরাপত্তার জন্য মানহীন মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া হবে। কেননা, মানহীন মেডিকেল কলেজ থেকে যারা চিকিৎসক হবেন, তারা যথাযথ শিক্ষা পান না। মানহীন মেডিকেল কলেজ থেকে বের হওয়া চিকিৎসক ৩০ থেকে ৪০ বছর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএইচ/ক.ম

