রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সরকারি নিবন্ধন পেল বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ০৭:৫১ পিএম

শেয়ার করুন:

সরকারি নিবন্ধন পেল বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন

দেশের স্বাস্থ্যখাতের বিসিএস ক্যাডারভুক্ত চিকিৎসকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাজ করা সংগঠন বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন (এইচসিএ) সরকারি নিবন্ধন পেয়েছে।

বুধবার (৩০ জুলাই)  সংগঠনটি সহকারী নিবন্ধক, যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতর কর্তৃক নিবন্ধন নম্বর টিও-১০৬৬ দ্বারা অনুমোদিত হয়।


বিজ্ঞাপন


সংগঠনের আহ্বায়ক ডা. মোহাম্মদ নেয়ামত হোসেন এবং সদস্যসচিব ডা. মির্জ্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের পাশাপাশি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার টেকসই উন্নয়নের লক্ষ্যেই সংগঠনটি নিবন্ধন করা হয়েছে।

দীর্ঘদিন ধরে সংগঠনটি স্বাস্থ্যখাতের নানা অনিয়ম ও সমস্যা নিয়ে মানববন্ধন, অবস্থান কর্মসূচি, সংবাদ সম্মেলন এবং আইনি কার্যক্রমের মাধ্যমে সোচ্চার ভূমিকা পালন করে আসছে।

এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর