রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুপারিশকৃত ৩৫১২ জন নার্সের স্বাস্থ্য পরীক্ষার সনদ প্রেরণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ০৬:৩৬ পিএম

শেয়ার করুন:

Nurse
ফাইল ছবি।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের সিনিয়র স্টাফ নার্স (দশম গ্রেড) পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশ করা তিন হাজার ৫১২ জনের স্বাস্থ্য পরীক্ষার সনদ প্রেরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত সোমবার (৭ জুলাই) মন্ত্রণালয়ের সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


সেবা বিভাগ নার্সিং সেবা-১ শাখার উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের ‘সিনিয়র স্টাফ নার্স’ (দশম গ্রেড) পদে নিয়োগের নিমিত্ত ৩,৫১২ জন প্রার্থীকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক প্রদত্ত শর্ত এবং সেবা পরিদফতর (কর্মচারী), নিয়োগ বিধিমালা, ২০১৬ এর বিধি ৪ এর (ক)-তে উল্লিখিত শর্ত প্রতিপালনের লক্ষ্যে ৩,৫১২ জন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার সনদ একান্ত প্রয়োজন। 

এমতাবস্থায়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশকৃত ৩,৫১২ জন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করে আগামী ১৫ কর্ম দিবসের মধ্যে সনদ প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এসএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর