রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৬৪ শিক্ষার্থীকে বিনামূল্যে মানব কঙ্কাল দিল বোনস ব্যাংক এসএসএমসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

Student

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) প্রথম বর্ষের ৬৪ জন শিক্ষার্থীকে বিনামূল্যে মানব কঙ্কাল দিয়েছে বোনস ব্যাংক এসএসএমসি। 

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কলেজের পুরাতন একাডেমিক বিল্ডিংয়ের ডিস্টেন্ট লার্নি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বোনসগুলো দেওয়া হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে এসএসএমসির অধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল শাহীন বলেন, ‘আমার কাছে ধারণাটা একেবারে নতুন। এ রকম কিছু হতে পারে, তা ভাবিনি। সন্ধানী এবং চক্ষুদান সমিতি এগুলো মেডিকেল ছাত্রদের মাথা থেকেই এসেছে। এগুলো আজ বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত।’

বোনস পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা আজ প্রায় এক চতুর্থাংশ ছাত্রছাত্রী ফ্রি বোনস পাচ্ছো। তোমরা তোমাদের সিনিয়রদের এই আইডিয়া সামনে নিয়ে যাবে। এক সময় সারাদেশে এই কার্যক্রম ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ।’

মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. জাকির হোসেন আর্টিফিশিয়াল বোনস দেওয়ায় বোনস ব্যাংকের ভূয়সী প্রশংসা করেন। 

তিনি বলেন, ‘প্রতি বছর ১০ হাজার ছাত্রছাত্রী মেডিকেলে পড়তে আসে। এত বোনস কোথা থেকে আসবে? অরিজিনালের সঙ্গে ৮০ শতাংশ আর্টিফিশিয়াল বোনস যোগ হলে এগুলো দিয়ে পড়া যায়। তোমরা তোমাদের ফেসবুক পেইজের মাধ্যমে এই বার্তাটি সকলের কাছে পৌঁছে দাও।’


বিজ্ঞাপন


এ সময় বোনস ব্যাংক এসএসএমসির বিশেষত্ব তুলে ধরেন বোনস ব্যাংকের কো-অর্ডিনেটর ৪৮তম ব্যাচের মুতাছিম বিল্লাহ সাকি। 

তিনি জানান, ইতোমধ্যে বেশকিছু বোনস দাফনের ব্যবস্থা করেছেন তারা। ভবিষ্যতে আরও করবেন। আর্টিফিশিয়াল বোনস কেনার জোর চেষ্টা চলছে। বোনস কেনাবেচার বিষয়ে ধর্মীয়ভাবে বিবিনিষেধ থাকায় মানবকঙ্কাল ব্যবহার করা থেকে বের হয়ে আসার চেষ্টা চলমান আছে।

তিনি বলেন, ‘আমাদের প্রতিটি কাজ শরিয়াহ্ ভিত্তিতে পরিচালিত হচ্ছে। আমাদের আলেমদের নিয়ে একটা তত্ত্বাবধায়ক প্যানেল আছে, যারা কাজগুলো পর্যবেক্ষণ করছেন। আমরা ছাত্রদের কাছ থেকে এক টাকাও জামানত নিইনি এবং প্রায় ১০-১২ লাখ টাকার বোনস বিতরণ করছি, আলহামদুলিল্লাহ্।’

বোনস ব্যাংকের আরেক কো-অরডিনেটর ৪৮তম ব্যাচের হাসিবুর রহমান জানান, ‘আমাদের উদ্দেশ্য কেবল ফ্রি বোনস বিতরণ নয়। আমরা পর্যায়ক্রমে আর্টিফিশিয়াল বোনস দিয়ে অরিজিনাল বোনসকে প্রতিস্থাপন করতে চাই। এই লক্ষ্যে আমরা এবার ইতোমধ্যে দুই সেট আর্টিফিশিয়াল বোনস দিয়েছি, আলহামদুলিল্লাহ্। বোনস ব্যাংক সসমেক বাংলাদেশের সবচেয়ে বড় এবং সুসংগঠিত বোনস ব্যাংক। আমরা কারও কাছে থেকে অরিজিনাল বোনস কিনিনি, যারা বিনামূল্যে এতোগুলো বোনস দান করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুক।’

ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের এনাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা তাসনিম আল কুরাইশি, একই বিভাগের লেকচারার ডা. জাকিয়া সুলতানা।

এসএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর