শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘ধরন পাল্টেছে ডেঙ্গু, হঠাৎই গুরুতর হয়ে উঠছেন রোগী’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

Dengu
ফাইল ছবি।

চলতি বছরে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক মোড় নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক মো. আবু জাফর। তিনি বলেন, ‘ধরন পাল্টেছে ডেঙ্গু। হঠাৎই গুরুতর হয়ে উঠছে রোগীর অবস্থা। প্রথম অবস্থাতেই অনেককেই নিতে হচ্ছে নিবিড় পরিচর্যায়।’

এই অবস্থাকে ‘জটিল ও নতুন বাস্তবতা’হিসেবে উল্লেখ করেছেন মো. আবু জাফর। তিনি জানান, আগের চেয়ে ডেঙ্গুর সংক্রমণের মাত্রাও বাড়ছে।


বিজ্ঞাপন


বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সভায় এসব কথা বলেন স্বাস্থ্যের ডিজি।

প্রযুক্তি নির্ভরতার কথা জানিয়ে তিনি বলেন, ‘নতুন পরিস্থিতিতে দ্রুত রোগ নির্ণয় ও সিদ্ধান্ত গ্রহণে প্রযুক্তিনির্ভরতা বাড়ছে। পোর্টেবল যন্ত্রপাতি চিকিৎসায় তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে সহায়তা করছে এবং জটিলতা কমাতে কার্যকর ভূমিকা রাখছে।’

বরগুনার উদাহরণ টেনে স্বাস্থ্যের ডিজি বলেন, ‘বরগুনায় সম্প্রতি ডেঙ্গুর একটি আউটব্রেক দেখা দিয়েছিল, তবে তা নিয়ন্ত্রণে এসেছে। সারাদেশে নজরদারি বাড়ানো হয়েছে। আমাদের প্রস্তুতি আছে, কিন্তু জনসচেতনতা ছাড়া এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়।’

thumbnail_874
স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় স্বাস্থ্যের ডিজি ও অন্যরা।

জ্বর হলে অবহেলা না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘সময়মতো চিকিৎসা নিলে জটিলতা এড়ানো সম্ভব। জনগণকে অবশ্যই আগেভাগে চিকিৎসকের কাছে যেতে হবে।’

আজকের সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বাংলাদেশের পক্ষ থেকে ডেঙ্গু ব্যবস্থাপনায় সহায়ক চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয় স্বাস্থ্য অধিদফতরের কাছে। এর মধ্যে রয়েছে- আটটি পোর্টেবল আল্ট্রাসনোগ্রাম, ২১টি বেডসাইড হেমাটোক্রিট মেশিন এবং ১৬০০ ইউনিট চিকিৎসা সহায়ক সামগ্রী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা জানান, ডেঙ্গু ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছে সংস্থাটি। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মঙ্গলবার (৮ জুলাই) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৩ হাজার, মৃত্যু হয়েছে ৫১ জনের।

বিশেষজ্ঞরা বলছেন, টানা বৃষ্টি, জমে থাকা পানি এবং উষ্ণ আবহাওয়া মশার বংশবৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। এটি ডেঙ্গুর বিস্তারকে ত্বরান্বিত করছে।

এসএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর