সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

চার দিন পর করোনায় আরও একজনের মৃত্যু
ফাইল ছবি

দেশে আবারও ভয়াবহ রূপ নিচ্ছে মহামারি করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৯ জনের শরীরে।

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


স্বাস্থ্য অধিদফতর জানায়, নতুন করে করোনা আক্রান্ত ১৯ জনসহ দেশে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জনে। নতুন করে তিনজন মারা যাওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৮ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী। এই তিনজনই ষাটোর্ধ্ব ছিলেন বলে জানিয়েছে অধিদফতর। চলতি বছর এখন পর্যন্ত ভাইরাসটিতে আটজন পুরুষ এবং ১১ জন নারীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ৫১৮ জন মারা গেছেন। তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন ১৯ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জন। ২০২৫ সালে শনাক্ত হয়েছেন ৪৫২ জন।


বিজ্ঞাপন


মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৬৮ শতাংশ।

২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। আস্তে আস্তে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। প্রায় দুই বছর শনাক্ত ও মৃত্যুর মিছিল দেখে দেশবাসী। ২০২২ সালের শেষে এসে করোনার প্রকোপ আস্তে আস্তে কমে যায়। মাঝে প্রায় তিন বছর করোনা নিয়ন্ত্রণে থাকার পর গত কিছুদিন ধরে এর প্রকোপ আবার বাড়ছে। ভাইরাসটির নতুন ভেরিয়েন্ট অনেক সংক্রমণপ্রবণ। ফলে এটি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর