মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিএমইউতে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুন ২০২৫, ১০:৫৯ এএম

শেয়ার করুন:

বিএমইউতে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ বিতরণ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। অ্যানেসথেশিয়া, অ্যানালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসন বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর কোষাধ্যক্ষ ফিটোম্যাটার্নাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহরীন আখতার।

শনিবার (২১ জুন) বিএমইউর সি ব্লকের অধ্যাপক সামাদ সেমিনার হলে এ আয়োজন করা হয়। ৩৭ থেকে ৪২তম ব্যাচের নার্সদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি হয় এবং এতে ৯৬ জন নার্স অংশ নেন। প্রতিটি ব্যাচের প্রশিক্ষণের মেয়াদ ছিল এক মাস।


বিজ্ঞাপন


প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ ফিটোম্যাটার্নাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, ‘নার্সদের দায়িত্বপালনকালে সচেতন ও সতর্ক থাকতে হবে। সময়মতো ডিউটিতে আসতে হবে, লাঞ্চ করে আসতে হবে, যাদের নাইট ডিউটি রয়েছে তাদের রাতে ঘুমানো যাবে না, রাত জেগেই রোগীদের সেবা দিতে হবে। আইসিউতে যারা সেবার দায়িত্বে থাকেন তাদের রাতে ঘুমানো তো আরও অসম্ভব, কারণ এখানে মুমূর্ষু রোগীরা চিকিৎসাধীন থাকেন, সার্বক্ষণিক তাদের পাশে থাকার প্রয়োজন হয়।’

তিনি আরও বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে রোগীদের ক্যাল্যাণে কাজে লাগাতে হবে। এতে ইহকালে প্রশান্তি লাভের পাশাপাশি পরকালেও পূণ্য হয়। আমারা সবাই একদিন মারা যাবো, আমাদের মৃত্যুটা যেনো আরামদায়ক হয়, সেভাবেই আমরা যারা ডাক্তার, নার্সসহ যারা চিকিৎসা সেবার মতো মহান পেশায় যুক্ত তারা যেনো আমাদের প্রতিটি কর্ম, দায়িত্ব কর্তব্য সেভাবেই পালন করি।’

প্রশিক্ষণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— এ্যানেসথেশিয়া এনালজেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, আইসিটি সেলের পরিচালক এ্যানেসথেশিওলজিস্ট অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, অধ্যাপক ডা. মন্তোষ কুমার মন্ডল, সহযোগী অধ্যাপক ডা. আমিরুল ইসলাম প্রমুখ।

এসএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর