রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডেঙ্গুতে আক্রান্ত আরও ২১২ জন, বেশির ভাগই বরিশাল বিভাগের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

dengue
ফাইল ছবি।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ২১২ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮৯ জন। আক্রান্তদের বেশির ভাগই বরিশাল বিভাগের। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বুধবার (১৮ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের ৬৩ জনই বরগুনার। এছাড়া বরিশাল বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ১১০ জন।

অন্যান্য এলাকার মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৬, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭, দক্ষিণে ৩৩, খুলনা বিভাগে ১২ এবং ময়মনসিংহ বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন

বরিশালে তিন হাজার ছাড়িয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার দুই সিটির ১৩ ওয়ার্ড

হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ছয় হাজার ৬৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩০ জনের। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট পাঁচ হাজার ৮৮৭ জন।


বিজ্ঞাপন


সারা বছরে আক্রান্তদের প্রায় অর্ধেকই বরিশাল বিভাগের। এ বিভাগে আক্রান্ত হয়েছেন মোট তিন হাজার ৯০ জন, যা মোট আক্রান্তের ৪৬.৩ শতাংশ। এর মধ্যে এক হাজার ৮৯৫ জন রোগীই বরগুনার বাসিন্দা।

এসএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর