সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ঢাকা

করোনা প্রাণ কাড়ল আরও ২ জনের, নতুন শনাক্ত ১৮

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ১০:৩০ পিএম

শেয়ার করুন:

Corona
ফাইল ছবি।

প্রাণঘাতী করোনাভাইরাসে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩১২টি নমুনা পরীক্ষা করে নতুন আরও ১৮ জনের শরীরে ভয়াবহ এ ভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে করোনা আক্রান্ত ১৮ জনসহ দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৭৬ জনে। সেই সঙ্গে করোনায় দেশে এখন পর্যন্ত মারা গেছে ২৯ হাজার ৫০৬ জন।

মহামারী শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৭৭ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। 

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর