সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিনিয়র নার্স পদে ৩৫১২ জনকে নিয়োগের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে ২০২৫, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

সিনিয়র নার্স পদে ৩৫১২ জনকে নিয়োগের সুপারিশ
সিনিয়র নার্স পদে নিয়োগের সুপারিশ। (ফাইল ছবি)

সিনিয়র স্টাফ নার্স পদে তিন হাজার ৫১২ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার (২১ মে) বিকেলে পিএসসির জনসংযোগ কর্মকতা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে মঙ্গলবার (২০ মে) রাতে সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের সিনিয়র স্টাফ নার্স (দশম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রায় দুই বছর চার মাস পর চাকরিপ্রার্থীরা নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেলেন।

এদিকে, নিয়োগের সুপারিশ করে পিএসসি কিছু শর্তজুড়ে দিয়েছে। তাতে বলা হয়েছে, সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের নিয়োগের আগের নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সব সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইয়ের পর তা নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ দেবে।


বিজ্ঞাপন


এএসএল/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর