সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত শতাধিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে ২০২৫, ০৭:৩৪ পিএম

শেয়ার করুন:

ডেঙ্গুতে নতুন করে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫৩

দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০১ জন। এই সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। চলতি মাসে বা গত এপ্রিলে এক দিনে ডেঙ্গুতে এত রোগী হাসপাতালে ভর্তি হননি।

মঙ্গলবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়েছে, চলতি মাসে এ নিয়ে ১ হাজার ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ মাসে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। গত মাসে ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৪২ জন ভর্তি হয়েছেন বরিশালের বিভিন্ন হাসপাতালে। দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন। চট্টগ্রামে ভর্তি রোগীর সংখ্যা ১৫। ঢাকা উত্তর সিটিতে ১০, দুই সিটি বাদে ঢাকায় ৬, খুলনা বিভাগে ২ এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগের হাসপাতালগুলোতে একজন করে ভর্তি হয়েছেন।

চলতি বছর ঢাকাসহ সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ হাজার ৬৩৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর