সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিউরোসায়েন্সের পরিচালক ডা. কাজী দ্বীন মোহাম্মদের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

নিউরোসায়েন্সের পরিচালক ডা. কাজী দ্বীন মোহাম্মদের পদত্যাগ

চিকিৎসকের দাবির মুখে পদত্যাগ করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স (নিনস) হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা.  কাজী দ্বীন মোহাম্মদ৷

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিউরোসায়েন্স হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।


বিজ্ঞাপন


এর আগে গতকাল (১২ ফেব্রুয়ারি) আওয়ামীপন্থী চিকিৎসক ও স্বাচিপ নেতা ডা. গুরুদাস মন্ডলকে পাবনা মেডিকেল কলেজ থেকে পুনরায় নিনসে ফিরিয়ে আনা হলে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির চিকিৎসকরা৷ এ সময় চিকিৎসকদের ওপর হামলা করে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ও আউটসোর্সিং কর্মীরা। এতে আহত হন কয়েকজন চিকিৎসক৷ এরপরেই নিনসের পরিচালক ডা. কাজী দ্বীন মোহাম্মাদ ও যুগ্ম পরিচালক ডা. মো. বদরুল আলম পদত্যাগের দাবিতে কর্মবিরতিতে যান চিকিৎসকরা৷

ডা. কাজী দ্বীন মোহাম্মাদ নিনসের পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ছিলেন৷ পদত্যাগ না করলে তাকে অব্যাহতি দেওয়া হবে বলে গতকাল বুধবার বিকেল থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল৷ এরই মাঝে তিনি পদত্যাগপত্র জমা দেন৷

এদিকে পরিচালক ও যুগ্ম পরিচালকের পদত্যাগের দাবিতে গতকালের মতো আজও (বৃহস্পতিবার) কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা৷ এতে বন্ধ রয়েছে বহির্বিভাগের সেবা চিকিৎসা ও অপারেশন কার্যক্রম। তবে জরুরি বিভাগ ও আইসিইউ সেবা চালু রয়েছে৷

এমএইচ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর