বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিশুর ভুল চোখে চিকিৎসা করা সেই চিকিৎসক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:৩৫ পিএম

শেয়ার করুন:

শিশুর ভুল চোখে চিকিৎসা করা সেই চিকিৎসক গ্রেফতার

শিশুর ভুল চোখে চিকিৎসা করার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত নারী চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থানায় ভুক্তভোগী শিশুর বাবা মাহমুদ হাসান তার বিরুদ্ধে মামালা দায়ের করেন। পরে পুলিশ ওই নারী চিকিৎসককে গ্রেফতার করে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার চিকিৎসককে আদালতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


গ্রেফতার হওয়া চিকিৎসকের নাম ডা. শাহেদারা বেগম। তিনি ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালের শিশু চক্ষু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।

এজাহারে ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করেছেন, গত মঙ্গলবার (১২ জানুয়ারি) দেড় বছর বয়সী শিশুর চোখে অপারেশন করার সময় ওই চিকিৎসক ভুল করে শিশুর ডান চোখে অস্ত্রোপচার করেন, যদিও শিশুর বাম চোখে সমস্যা ছিল।

ঘটনার বিবরণ অনুযায়ী, শিশুর বাবা-মা শিশুটির চোখে ময়লা জাতীয় কিছু অস্তিত্ব টের পেয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। তবে অস্ত্রোপচারের সময় চিকিৎসক ভুল করে শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশন করেন। পরে, ভুল বুঝতে পেরে ডা. শাহেদারা বেগম শিশুটির বাম চোখে আবারও অস্ত্রোপচার করেন এবং দুঃখ প্রকাশ করেন।

এ ঘটনায় হাসপাতালে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তৎপরতা শুরু করেছে।


বিজ্ঞাপন


এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর