রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাবলিক হেলথ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ড. মোশতাক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

পাবলিক হেলথ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ড. মোশতাক চৌধুরী
ছবি: সংগৃহীত

দেশের জনস্বাস্থ্যের উন্নয়নে বিশেষ অবদানের জন্য পাবলিক হেলথ এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আহমেদ মোশতাক রাজা চৌধুরী।

পাবলিক হেলথ ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত এই পুরস্কার ৬-৭ ডিসেম্বর বগুড়ায় অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে প্রদান করা হয়। শনিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশে হেলথ ওয়াচের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


পাবলিক হেলথ ফাউন্ডেশন এবং টিএমএসএস মেডিকেল কলেজ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। তার সাথে এই সম্মানের অংশীদার ছিলেন আইসিডিডিআর, বি- এর নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও স্বাস্থ্য বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক ড. সৈয়দুর রহমান গালা ডিনারে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি ড. চৌধুরীর হাতে তুলে দেন। অনুষ্ঠানে বাংলাদেশ ও বিদেশ থেকে আসা ৫০০ জনেরও বেশি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণের সময় ড. চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশ এখনও জনস্বাস্থ্যের বিজ্ঞানের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারেনি।

হেলথ ওয়াচের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পুরস্কার ড. চৌধুরীর জনস্বাস্থ্য গবেষণা এবং মাঠ পর্যায়ে তার প্রয়োগে অসামান্য অবদানের স্বীকৃতি দেয়। প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে ড. চৌধুরী বৈশ্বিক উন্নয়ন, জনস্বাস্থ্য, শিক্ষা, এবং দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছেন। তিনি ২০০৪ সাল থেকে কলাম্বিয়া ইউনিভার্সিটির মেইলম্যান স্কুল অফ পাবলিক হেলথ-এর অধ্যাপক হিসেবেও কর্মরত।


বিজ্ঞাপন


বাংলাদেশ পাবলিক হেলথ ফাউন্ডেশন এবং টিএমএসএস মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলন বিশ্ব ও স্থানীয় জনস্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে আলোচনা এবং উদ্ভাবনী সমাধান অনুসন্ধানের জন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, এবং নীতিনির্ধারকদের একত্রিত করে। এই বছরের সম্মেলনের বিষয়বস্তু ছিল 'স্বাস্থ্যব্যবস্থার জন্য উদ্ভাবনের ব্যবহার।'

এমএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর