রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

৬ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪, ১২:১৩ এএম

শেয়ার করুন:

৬ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের
ফাইল ছবি

নিয়োগসহ ছয় দফা দাবিতে আগামীকাল বুধবার (২০ নভেম্বর) দেশের ২০ হাসপাতালে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ। এছাড়া দেশের অন্যান্য হাসপাতালগুলোতেও মানববন্ধন কর্মসূচি পালন করবে তারা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের সভাপতি আব্দুস সামাদ ও মহাসচিব মো. রিপদ শিকদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


এতে বলা হয়, দেশের আপামর জনগণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে রোগ নির্ণয়ের জন্য নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা অত্যাবশ্যক। সেজন্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য ছয় দফা দাবি আদায়ের ধারাবাহিক কর্মসূচি হিসেবে ২০ নভেম্বর সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত উল্লিখিত হাসপাতালগুলোতে এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

হাসপাতালগুলো হলো:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল,  বিএসএমএমইউ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা ডেন্টাল কলেজ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি, মহাখালি কমপ্লেক্স, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), সরকারি কর্মচারী হাসপাতাল,  জনস্বাস্থ্য ইনস্টিটিউট।

এছাড়া বাংলাদেশের সকল বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, সিভিল সার্জন ও উপজেলা হেলথ কমপ্লেক্স জোনে একযোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


এমএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর