সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবগঠিত ব্যবস্থাপনা পর্ষদ। 

সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এতে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে নেতৃত্ব দেন নবগঠিত ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম।  

আরও পড়ুন

ডিজিটাল হেলথ সার্ভিস ‘ডক্টরগিরি’র উদ্বোধন

সাক্ষাৎকালে সোসাইটির চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান অবস্থা ও উন্নয়নে করণীয় বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্মন্ধে উপদেষ্টাকে অবহিত করেন। তিনি সোসাইটির চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতিও তুলে ধরেন।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মানবতার কল্যাণে নবগঠিত বোর্ডকে আন্তরিকতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।


বিজ্ঞাপন


সাক্ষাৎকালে ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ডা. শেখ আবু জাফর, অধ্যাপক ডা. ইমরান বিন ইউসুফ, ড. মো. আমিনুল ইসলাম, ডা. মো. আবিদুল হক, ডা. সাইফুল আলম, মুহাম্মদ তুহিন ফারাবী, এয়ার কমোডর (অব.) শাহে আলম, ড. আহমেদ জামিল ইব্রাহীম, নূরুল ইসলাম (সাজু) ও মুহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএইচ/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর