শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ঢাকা

সব হাসপাতালে মানসিক চিকিৎসক নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

সব হাসপাতালে মানসিক চিকিৎসক নিয়োগের দাবি

জনস্বাস্থের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলেও বাংলাদেশে মানসিক স্বাস্থ্য অবহেলিত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ সমস্যা নিরসন ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে রাজধানীসহ সারাদেশে হাসপাতালগুলোতে মানসিক স্বাস্থ্য চিকিৎসার পদ সৃষ্টির মাধ্যমে নিয়োগের দাবি জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে মেন্টাল হেলথ ২.০ শীর্ষক এক সেমিনারে এ দাবি জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) মাধ্যমে মানসিক চিকিৎসকদের ভূমিকা মূল্যায়নের দাবিও জানিয়েছেন তারা।

সেমিনারে আলোচকরা দেশের চিকিৎসা সেবায় মানসিক স্বাস্থ্যের অবহেলার বিষয়টি তুলে ধরেন। 

কুমিল্লা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ডা. শাহেদুল ইসলাম সেমিনারে বলেন, সরকারি হাসপাতালে মানসিক স্বাস্থ্যর জন্য আলাদা কোনো পদ নেই। অনেক সময় চিকিৎসকদের সেখানে সংযুক্ত করা হয়। এ অবস্থা থেকে উত্তরণে সরকারি সব মেডিকেলে মানসিক স্বাস্থ্যর জন্য আলাদা পদ তৈরি করা প্রয়োজন। তাহলে এই খাতে উন্নয়ন সম্ভব।

সেমিনারে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মানসিক স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. জোবায়ের মিয়া বলেন, আন্দোলনে আহত অনেক শিক্ষার্থী শারীরিকভাবে সুস্থ হলেও এখনও মানসিক ট্রমায় ভুগছেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, আমি একজনকে চিকিৎসা দিয়েছি, যার শরীর থেকে গুলি বের করা হলেও সে মনে করে তার শরীরে এই গুলির মাধ্যমে একটি মাইক্রো চিপ প্রবেশ করা হয়েছে, যার মাধ্যমে তাকে ট্র্যাক করা হচ্ছে। যদিও বিষয়টি ভিত্তিহীন। সে মানসিক সমস্যায় ভুগছে। আমরা তাকে সহযোগিতা করছি।

ডা. জোবায়ের মিয়া আও বলেন, তার মতো আহতদের মানসিক স্বাস্থ্য হুমকির মুখে। তারা মিছিলের আওয়াজ শুনে, ঘুমাতে পারে না, ভয় পায়। তাদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন।

সেমিনারে অংশ নিয়ে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উত্তরের সভাপতি ডা. আসাদুজ্জামান কাবুল বলেন, আমাদের দেশে তরুণরা আন্দোলন করেছে দেশ থেকে বৈষম্য দূর করার জন্য। আমরাও চেষ্টা করছি দেশের সব জায়গায় বৈষম্য দূর করতে। বিগত সময় আমরা এসব প্রতিষ্ঠানে কাজ করতে পারতাম না, আসতে পারতাম না। আমরা এখন আসার সুযোগ পাচ্ছি, বৈষম্য দূর করে একসঙ্গে কাজ করার চেষ্টা করবো।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহ-সভাপতি ডা. মোসাদ্দেক হোসাইন বিশ্বাস বলেন, মানসিক স্বাস্থ্যের প্রায় ৭০ শতাংশ চিকিৎসকই বেসরকারিভাবে চিকিৎসা দিয়ে থাকে। তাদের কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে আমরা ভাবছি। আমাদের দেশেরই অনেকে দেশের বাইরের অনেক অভিজ্ঞ চিকিৎসক হিসেবে কাজ করেছে। তারা আমাদের দেশের জন্য কাজ করতে চায়। কিন্তু আমাদের দেশের অনেকের কোন্দলের কারণে তারা দেশে এসে কাজ করার সুযোগ পায় না।

এ সময় সাইকেয়াট্রিক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. মোসাদ্দেক হোসেন মানসিক চিকিৎসকদের ভূমিকা বিএমডিসির মাধম্যে মূল্যায়ন করার আহ্বান জানান।

এমএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর