বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিনের (বিএসপিআরএম) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. কামরুল ইসলাম, কার্যকরী সভাপতি হয়েছেন অধ্যাপক তছলিম উদ্দিন, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. এম এ কে আজাদ।
মঙ্গলবার (৮ অক্টোবর) সোসাইটির এই কমিটি গঠন করা হয়। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. সুজন আল হাসান, অধ্যাপক এম এ শাকুর, ডা. ফাহমিদা হাফিজ, অধ্যাপক ডা. রুহুল আমীন, ব্রিগেডিয়ার এস এম শহীদুল হক, ও ডা. ইমামুর রশীদ।
বিজ্ঞাপন
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ডা. মনিরুজ্জামান, ডা. আব্দুল্লাহ আল মামুন ও ডা. মো. আব্দুর রহিম। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ডা. গোলাম নবী এবং ডা. সোহেল রানাকে।
অন্য পদগুলোতে ডা. হাসান হাবিবুর রহমান অফিস সম্পাদক, ডা. ইশরাত হাসান সায়েন্টিফিক সেক্রেটারি, ডা. নাদিম কামাল প্রেস ও প্রকাশনা সম্পাদক, ডা. মো. আনিসুর রহমান সমাজকল্যাণ সম্পাদক, ডা. এহসানুল হক চৌধুরী সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক, ডা. এস এম মাজহারুল ইসলাম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ডা. আতিকুল আজিজ আইন বিষয়ক সম্পাদক এবং ডা. নাইমা সিদ্দীক বেসরকারি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অধ্যাপক ডা. মঈনুজ্জামানকে প্রধান উপদেষ্টা করে নয়জন সিনিয়র অধ্যাপকের একটি উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে। তারা হলেন অধ্যাপক ডা. বরেন্দ্র নাথ ভট্টাচার্য, অধ্যাপক ডা. মো. শাহিদুর রহমান, অধ্যাপক ডা. মো. হিলালুল ইসলাম, অধ্যাপক ডা. শামসুন নাহার, অধ্যাপক ডা. এ কে এম সালেক, অধ্যাপক ডা. মো. মমিনুজ্জামান খান, মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, অধ্যাপক ডা. মনিরুল ইসলাম, এবং অধ্যাপক ডা. ইহসানুল হক খান।
এমএইচ/এইউ