মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সহায়তায় হচ্ছে নীতিমালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৪, ০৭:১৫ পিএম

শেয়ার করুন:

গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সহায়তায় হচ্ছে নীতিমালা
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি নীতিমালা প্রনয়ণের উদ্যোগ নেওয়া হচ্ছে। একইসঙ্গে শহীদ ও আহত ব্যক্তিদের পরিচিতিসহ একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগের কথাও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার (১৮ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন।


বিজ্ঞাপন


এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, রোববার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাম্প্রতিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়ন এবং শহীদ ও আহত ব্যক্তিদের পরিচিতিসহ একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী সপ্তাহের মধ্যে সারাদেশে শহীদ এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা যাচাই-বাছাই ও প্রণয়নের কাজ এবং যত দ্রুত সম্ভব আহত ব্যক্তিদের সহায়তা প্রদানের জন্য নীতিমালা গঠনের প্রস্তাব গৃহীত হয়। এক্ষেত্রে গঠিত কমিটিগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা, ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এমএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর