সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএসএমএমইউর উপ-উপাচার্যের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৪, ০১:৩৫ পিএম

শেয়ার করুন:

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএসএমএমইউর উপ-উপাচার্যের পদত্যাগ
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য (একাডেমিক) ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান পদত্যাগ করেছেন।

রোববার (১৮ আগস্ট) ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেন।


বিজ্ঞাপন


পদত্যাগ পত্র বলা হয়, আপনার আদেশক্রমে ২০২৩ সালের ১ জানুয়ারি স্মারক পত্রের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিলো। সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলাম। বর্ণিত অবস্থায় আমার পদত্যাগ পত্র গ্রহণ করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি।

আরও পড়ুন

ডা. সজীবের স্মরণসভায় বিএসএমএমইউ উপাচার্যের পদত্যাগ দাবি

এর আগে, চলতি বছরের ২২ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক আতিককে নিয়োগ দেওয়া হয়।

এছাড়া অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুই মেয়াদে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএসএমএমইউর জার্নাল কমিটিরও নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মেম্বার সেক্রেটারি, ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের (আইআরবি) সদস্য এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিনের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।


বিজ্ঞাপন


এমএইচ/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর