নানা অনিয়মের অভিযোগে রাজধানীর মিরপুর-১০ এর আলোক হেলথ কেয়ার সাময়িক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সম্প্রতি স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, গত ২০ জুন দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) মিরপুর-১০ এ অবস্থিত ‘আলোক হেলথ কেয়ার’ প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানটিতে বেশ কিছু অনিয়ম নজরে আসে। এর পরিপ্রক্ষিতে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িক বন্ধ রাখাসহ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
যে সব অনিয়ম পাওয়া গেছে:
১. জরুরি বিভাগে চিকিৎসকের পরিবর্তে নার্স সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির সেলাই দিয়েছেন এবং চিকিৎসক স্বাক্ষর করেছেন। আর চিকিৎসা ব্যয় চিকিৎসকের নামে করা হয়েছে।
২. জরুরি বিভাগে আগত রোগীদের নিকট অত্যাধিক মূল্যে সেবা দেওয়া হচ্ছে।
৩. অন্তঃবিভাগে ভর্তিকৃত রোগীদের অপ্রয়োজনীয়ভাবে হাসপাতাল প্রশাসন প্রতিদিন পরিদর্শন করে নিজেদের নামে ৬০০ টাকা বিল করেছে।
৪. তাসলিমা নামে ফিজিক্যাল অ্যাসল্টের রোগীকে হার্ড ইনজুরি হিসেবে ভর্তি করা হয়েছে যা পুলিশ কেইস, কিন্তু স্থানীয় থানায় অবহিত করা হয়নি। ওই রোগীকে দিনে ২ বার পরির্দশন দেখিয়ে ডা. রানা ১০০০×২=২০০০/- বিল তুলেছেন।
৫. জয়া আকতার নামে অপারেশনের রোগীর প্রি অ্যানেস্থেটিক চেকআপ করা হয়নি। ইনফরমড কনসেন্ট ফরমে রোগীর স্বাক্ষর নেই।
৬. রোকেয়া আকতার নামে রোগীর মাইক্রোবায়োলজী রিপোর্টে মাইক্রোবায়োলজী অধ্যাপক ডা. মো. আব্দুর রহমানের স্ক্যান করা স্বাক্ষর রয়েছে। যা আইন অনুযায়ী অবৈধ।
৬. ল্যাব এর ডিপ ফ্রিজে আইসক্রিম পাওয়া গিয়েছে।
এমএইচ/এমএইচএম

