সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেশে আরও ১০৩ জনের ডেঙ্গু শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুলাই ২০২৪, ১১:৪৯ পিএম

শেয়ার করুন:

দেশে আরও ১০৩ জনের ডেঙ্গু শনাক্ত
ফাইল ছবি

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে চার হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটিতে ৪৫ জন এবং বাকি ৫৮ জন ঢাকার বাইরের। 

আরও পড়ুন

ডেঙ্গু মোকাবিলায় স্যালাইনসহ পর্যাপ্ত প্রস্তুতি আছে: স্বাস্থ্যমন্ত্রী

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার হাজার ৩১১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন তিন হাজার ৯৪৯ জন। মারা গেছেন ৪৭ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।


বিজ্ঞাপন


এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর