সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডেঙ্গু মোকাবিলায় স্যালাইনসহ পর্যাপ্ত প্রস্তুতি আছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৪, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

ডেঙ্গু মোকাবিলায় স্যালাইনসহ পর্যাপ্ত প্রস্তুতি আছে: স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি

গত কয়েক বছরের ধারাবাহিকতায় চলতি বছরেও বাড়তে শুরু করেছে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ। তবে ডেঙ্গু সংক্রমণ বাড়া কাম্য নয় উল্লেখ করে পরিস্থিতি খারাপ হলেও তা মোকাবিলায় স্যালাইনসহ পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।


বিজ্ঞাপন


ডা. সামন্ত লাল সেন বলেন, আমরা কেউ চাই না, ডেঙ্গুতে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হোক। যদি উপরওয়ালার ইচ্ছায় হয়, আমরা সামলাতে পারব বলে আশা করি।

আরও পড়ুন

স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে কাজ করে যাচ্ছি: স্বাস্থ্যমন্ত্রী

পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, সব চিকিৎসকরা জানেন ডেঙ্গুর চিকিৎসায় কী করতে হবে। আমাদের একটা গাইডলাইন আছে, সেটি সম্পর্কেও তারা অবগত। পর্যাপ্ত স্যালাইন মজুত আছে। আমি এরই মধ্যে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আমাদের এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডকে (ইডিসিএল) নিয়ে মিটিং করেছি যেন কোনোভাবেই স্যালাইনের ঘাটতি না হয়।

মশা নিয়ন্ত্রণে বিষয়ে তিনি বলেন, আমরা কয়েকটি বৈঠক করেছি, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দুই মেয়রের সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতেও আমরা বৈঠক করব। দুটি মন্ত্রণালয়কে সমন্বয় করে কাজটি করতে হবে। স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ডেঙ্গু মোকাবিলা করতে হবে।


বিজ্ঞাপন


এমএইচ/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর