বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

দুই সপ্তাহে হিট স্ট্রোকে ১৫ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মে ২০২৪, ০৬:১৩ পিএম

শেয়ার করুন:

দুই সপ্তাহে হিট স্ট্রোকে ১৫ মৃত্যু
প্রতীকী ছবি

দেশে গত ১৫ দিনে তীব্র গরমজনিত হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, সারাদেশে এখন পর্যন্ত মোট ৩৪ জন হিট স্ট্রোক করেছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৫ জন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও দুইজন নারী। মৃতদের মধ্যে সবচেয়ে বেশি সাত জন মারা গেছেন মাগুরায়। এছাড়া চট্টগ্রাম, খুলনা, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবান এবং মাদারীপুর থেকেও মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে মৃত্যু ৩ জনের

এদিকে, সোমবার সকাল ১১টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও তিনজন হিট স্ট্রোক করেছেন বলে জানিয়েছে অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। তাদের মধ্যে নড়াইলে একজনের মৃত্যু হয়েছে।

তবে গণমাধ্যম ও আঞ্চলিক তথ্য অনুযায়ী সংখ্যাটি আরও অনেক বেশি। স্বাস্থ্য অধিদফতর ২২ এপ্রিল থেকে হিট স্ট্রোকের তথ্য সংগ্রহ শুরু করেছে। 


বিজ্ঞাপন


এমএইচ/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর