মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজধানীর বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনে ৬ টিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

রাজধানীর বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনে ৬ টিম
ফাইল ছবি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকগুলো পরিদর্শনে ৬টি আলাদা টিম গঠন করেছে স্বাস্থ্য অধিদফতর। এসব টিম বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনায় অধিদফতরের ১০ নির্দেশনা মানছে কি না, তা খতিয়ে দেখবে।

সম্প্রতি স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্নের উত্তর দিতে পারেননি সিএমএসডি কর্মকর্তারা

এতে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশক্রমে সারাদেশের সব লাইসেন্সবিহীন, অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংক বিধি মোতাবেক জরুরি ভিত্তিতে বন্ধ করার জন্য সব বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এলাকায় অনেক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংক রয়েছে যা অতিদ্রুত সময়ের মধ্যে পরিদর্শ করে প্রতিবেদন দাখিল করার আদেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এ অবস্থায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এলাকায় সব হাসপাতাল, ক্লিনিক পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে বলা হয়েছে।


বিজ্ঞাপন


এমএইচ/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর