রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিশু আয়ানের মৃত্যুতে দুই চিকিৎসক ও পরিচালকের বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৪, ০৭:৪০ পিএম

শেয়ার করুন:

শিশু আয়ানের মৃত্যুতে দুই চিকিৎসক ও পরিচালকের বিরুদ্ধে মামলা
ফাইল ছবি

ফুল এনেসথেসিয়া দিয়ে আয়ান আহমেদ নামে পাঁচ বছরের এক শিশুর সুন্নতে খাতনা করাতে গিয়ে মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এতে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের দুই চিকিৎক এবং হাসপাতালটির পরিচালককে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) শিশু আয়ানের বাবা শামীম আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

শিশু আয়ানের মৃত্যু ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি গঠন 

মামলার আসামিরা হলেন- এনেসথেসিয়া স্পেশালিস্ট ডা. সাইদ সাব্বির আহমেদ, হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. তাসনুবা মাহজাবিন। হাসপাতালের পরিচালকের নাম জানা যায়নি।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন গাজী। তিনি জানান, ভুল চিকিৎসায় আয়ানের মৃত্যুর অভিযোগ তুলে তার বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় তিনি দুই চিকিৎসক ও এক পরিচালককে আসামি করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

গত ৩১ ডিসেম্বর রাজধানীর বাড্ডার সাতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করানো হয় শিশু আয়ানের। কিন্তু ওই সময় তাকে ফুল এনেসথেসিয়া দিলেও বিষয়টি পরিবারকে জানানো হয়নি। ফলে সেদিন থেকে আয়ানের কোনোভাবে জ্ঞান ফিরছিল না। বাধ্য হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বাড্ডার সাতারকুল থেকে গুলশানের প্রধান শাখায় হস্তান্তর করে। এরপর তাকে লাইফ সাপোর্টে রাখা হয় টানা আট দিন। এরপর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ আয়ানকে বাঁচাতে একটি মেডিকেল বোর্ডও করে। তবে কোনোভাবেই বাঁচানো সম্ভব হয়নি শিশুটিকে।

আরও পড়ুন

শিশু আয়ানের মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট 

শিশু আয়ানের বাবা শামীম গণমাধ্যমকে জানান, তারা তার ছেলেকে মেরে ফেলেছেন। তিনি এর সুষ্ঠু বিচার চান। আগামীকাল তারা মানববন্ধন করারও সিদ্ধান্ত নিয়েছেন। এরপর তারা এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরে অভিযোগ জানাবেন।

এদিকে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় হাইকোর্ট তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন। ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করেছে স্বাস্থ্য অধিদফতর।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর