দেশে এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে মধ্যবয়সীরা বেশি আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, ২০ থেকে ৫০ বছর বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছে। এছাড়া ৫ বছরের নিচের বয়সী শিশুদের মধ্যে আক্রান্তের হার ৮ শতাংশের মতো।
রোববার (২৪ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. হাবিবুল আহসান তালুকদার।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ডেঙ্গু চিকিৎসায় এত ব্যয় কেন?
চলতি বছর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ বেশি ছিল জানিয়ে তিনি বলেন, জুলাই মাসে ছিল ৪৩ হাজার ৮৫৪ জন, মৃত্যু হয়েছিল ২০৪ জনের। আগস্ট মাসে রোগী ছিল ৭১ হাজার ৯৭৬ জন, মৃত্যু ছিল ৩৪২ জনের এবং সেপ্টেম্বর মাসের আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬০ হাজার ৯০৯ জনের, মৃত্যু হয়েছে ৩০০ জনের। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ ৮৪ হাজার ৭১৭ জন।
ডা. হাবিবুল আহসান বলেন, ঢাকা সিটি এলাকায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী। ঢাকা সিটির বাইরে সারাদেশে আটটি বিভাগীয় পর্যায়ে সবচেয়ে বেশি রোগী ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে। ঢাকা বিভাগের ফরিদপুর, মানিকগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী এসব জেলায় বেশি আক্রান্ত হচ্ছে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এবং লক্ষ্মীপুর জেলা এবং বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী জেলায় বেশি আক্রান্ত পাওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যুর মিছিল থামবে কবে?
স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তা জানান, ডেঙ্গু পরিস্থিতিতে সাময়িক স্যালাইন সংকট দেখা দিয়েছিল। এটি নিরসনে তিন লাখ স্যালাইন আমদানি করা হচ্ছে, এর মধ্যে ৪৪ হাজার ইতোমধ্যে দেশে পৌঁছেছে। এ অবস্থায় কোথাও স্যালাইনের সংকট হবে না বলে আশ্বস্ত করেন তিনি।
হাসপাতাল শাখার পরিচালক বলেন, ডেঙ্গুরোগীর চিকিৎসায় সবচেয়ে বেশি প্রয়োজন হয় আইভি ফ্লুইড স্যালাইন। এ স্যালাইন নিয়ে সাময়িক সমস্যা হয়েছিল। আমরা জরুরিভাবে ভারত থেকে তিন লাখ প্যাক স্যালাইন আমদানি করেছি। এরমধ্যে ৪৪ হাজার হাতে পেয়েছি। এগুলো তাৎক্ষণিকভাবে সারাদেশে পাঠিয়ে দিচ্ছি। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্যালাইন নিয়ে আর কোনো সংকটের মুখোমুখি হতে হবে না।
সংকট কাটাতে নেওয়া উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিকাল কোম্পানি এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড বা ইডিসিএলের মাধ্যমে স্যালাইনের চাহিদা দেওয়া হয়েছে। ভারত থেকে পর্যায়ক্রমে স্যালাইন দেশে পৌঁছাতে শুরু করেছে। তাৎক্ষণিকভাবে আমরা সেগুলো সারাদেশে পাঠিয়ে দিচ্ছি। এই তিন লাখের বাইরে আরও কিছু স্যালাইন আমদানির প্রক্রিয়া চলছে এবং সেগুলো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ফলে এ মুহূর্তে আমাদের কোনো স্যালাইন সংকট হচ্ছে না।
এমএইচ/জেবি