এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দীপান্বিতা বিশ্বাস নামে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক শোকবার্তায় এই তথ্য জানিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল হুদা লেলিন।
শোকবার্তায় জানানো হয়, এমবিবিএস ৫১তম ব্যাচের মেধাবী ছাত্রী দীপান্বিতা বিশ্বাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার বিকেল সাড়ে ৩টায় মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীরভাবে শোকাহত।
আরও পড়ুন
দীপান্বিতা বিশ্বাসের আত্মার শান্তি কামনায় আগামীকাল বুধবার (২০ সেপ্টেম্বর) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এক শোকসভার আয়োজন করা হয়েছে।
পরিবারের একমাত্র কন্যা সন্তান দীপান্বিতা বিশ্বাস স্যার সলিমুল্লাহ মেডিকেলের এমবিবিএস ৫১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি খুলনায়। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেলের শিক্ষক, চিকিৎসক ছাড়াও ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা।
এমএইচ/আইএইচ

