রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মারা যাননি, এখনও বেঁচে আছেন কুমার বিশ্বজিতের ছেলে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৬ পিএম

শেয়ার করুন:

মারা যাননি, এখনও বেঁচে আছেন কুমার বিশ্বজিতের ছেলে

কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। আরেক সংগীত শিল্পী প্রীতম হাসান সামাজিক মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন। 

প্রীতম লিখেছেন, ‘আমাদের প্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ দাদার ছেলে নিবিড় কানাডায় রোড এক্সিডেন্টে আহত হয়েছেন। বর্তমানে টরোন্টর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওর শারীরিক অবস্থা জানাতে ডাক্তাররা আরও ৬/১৮ ঘন্টা পর্যবেক্ষণ করবেন। আমার সাথে আই মুহূর্তে হাসপাতালে অবস্থানরত ওর কাকু অভিজিত দের সাথে কথা হয়েছে। অযথা না জেনে কেউ বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করবেন না। বাচ্চাটার জন্য দোয়া করেন।’


বিজ্ঞাপন


আরও পড়ুন
শোকস্তব্ধ সংস্কৃতি অঙ্গন
‘কুমার বিশ্বজিৎ গান দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন’

অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানায়, টরেন্টোর হাইওয়ে ৪২৭–এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এ সময় গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায়।

Canada

ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে চারজনকে উদ্ধার করেন। গাড়ির পেছনের সিটে বসা দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। সামনের সিটে বসা শিক্ষার্থীকে উদ্ধার করে ট্রমা সেন্টারে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান। 


বিজ্ঞাপন


দুর্ঘটনায় আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ নামের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। নিবিড় কুমার ছিলেন গাড়ির চালক। বাকিরা ছিলেন যাত্রী। দুর্ঘটনার কবলে পড়লে আরোহী দুইজন ঘটনাস্থলেই মারা যান।তৃতীয়জনকে হাসপাতালে নেয়ার পর মারা যান। নিবিড়কেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

এদিকে ছেলের দুর্ঘটনার খবর শুনে মঙ্গলবার রাত ১১টার কানাডার উদ্দেশে রওয়ানা হন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাইমা সুলতানা। 

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর