রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শ্বশুর-শাশুড়ির কাছে ক্ষমা চাইতে চাই: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

শ্বশুর-শাশুড়ির কাছে ক্ষমা চাইতে চাই: অপু বিশ্বাস

প্রাক্তন শ্বশুর-শাশুড়ির প্রশংসার পঞ্চমুখ চিত্রনায়িকা অপু বিশ্বাস। পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্বশুরবাড়ি নিয়ে কথা বলেন এ নায়িকা।

শাকিব খানের সঙ্গে নাটকীয় বিচ্ছেদের পর শ্বশুর-শাশুড়িকে নিয়ে নানারকম নেতিবাচক কথা বলেছিলেন অপু। এত বছর পর এসে বুঝতে পেরেছেন যে, তিনি ভুল বলেছেন।


বিজ্ঞাপন


অপুর কথায়, ‘আসলে আমরা শিল্পীরা খুব আবেগপ্রবণ। অনেকসময় এমন কিছু বলে ফেলি, পরে তা শুধরে নেওয়ার জায়গা থাকে না। আমি তো চাইলেও সেটা মুছতে পারব না। আসলে যখন কথাগুলো বলেছিলাম তখন তাদের প্রতি রাগ ছিল। আমি একটু অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমি তাদের কাছে ক্ষমা চাইতে চাই। আমার শ্বশুর-শাশুড়ি খুব ভাল মানুষ। আমি ভাগ্যবান তাদের পেয়েছি। আমার জীবনে বাবা-মায়ের ঘাটতি পূরণ করছেন তারাই।’

শাকিবর দ্বিতীয় স্ত্রী বুবলীর সন্তান বীরের প্রসঙ্গে কথা বলেন অপু। তিনি বলেন, ‘আসলে সন্তান তো সন্তানই হয়। আমি নিজে মা হওয়ার পর থেকে উপলব্ধি করেছি পৃথিবীর সব সন্তানই আমার স্নেহের।’

Apu Biswas

নিজের ক্যারিয়ারে শাকিবের ভূমিকা নিয়ে অপু বলেন, ‘আজকে শাকিব যদি আমার পাশে না থাকত, তা হলে এই অপু বিশ্বাস হত না। সহ-অভিনেতা হয়ে আমাকে অভিনয়ের খুঁটিনাটিতে সাহায্য করেছে সে। আমার ক্যারিয়ারের ৮০ শতাংশ কৃতিত্ব শাকিবের, বাকিটা আমি অর্জন করেছি। তাই তার প্রতি সারা জীবন সেই সম্মান থাকবে।’


বিজ্ঞাপন


আরও খবর
শাকিব ভালো মনের মানুষ: অপু বিশ্বাস
বুবলীর প্রতিটি বক্তব্যই আমার কাছে হাস্যকর মনে হয়: অপু বিশ্বাস
আমার জীবনে ‘স্পেশাল’ কেউ নেই: অপু বিশ্বাস

মাঝে মাঝে শাকিবের সঙ্গে অন্য নায়িকার প্রেমের গুঞ্জন চাউর হয়। প্রাক্তন স্বামীর নামে এমন গুঞ্জন শুনতে কেমন লাগে—জানতে চাইলে তিনি বলেন, ‘একজন সুপারস্টারকে নিয়ে যদি গুঞ্জন না হয়, তাহলে সে কীসের সুপারস্টার? এটা তার কৃতিত্ব। এখনও তাকে নিয়ে গুঞ্জন হয়, অন্যদের নিয়ে হয় না। নায়ক-নায়িকাদের নিয়ে দু-একটা প্রেমের গুঞ্জন না থাকলে পর্দায় রোম্যান্স ফুটিয়ে তুলবেন কীভাবে! আমি সাধুবাদই জানাই।’

এদিকে শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর একাই রয়েছেন অপু। তবে এখনই দ্বিতীয় বিয়ের কথা ভাবছেন না তিনি। জানালেন, কলকাতায় সিনেমায় সুযোগ পেতে চেষ্টা করছেন।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর