শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুক্তি পেয়েছেন ইরানি নির্মাতা জাফর পানাহি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

মুক্তি পেয়েছেন ইরানি নির্মাতা জাফর পানাহি

ইরানি চলচ্চিত্র বিশ্বজুড়ে প্রশংসিত। হলিউড, হংকং, ফ্রেঞ্চ ও ইতালিয়ান সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেয় দেশটির চলচ্চিত্র। তবে গত বছরের মাঝামাঝিতে সেখানকার চলচ্চিত্রাঙ্গনে নেমে আসে অন্ধকার। এক সপ্তাহের মধ্যে তিনজন চলচ্চিত্রকারকে গ্রেফতার করে দেশটির সরকার

সেসময় একাধিক আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত পরিচালক জাফর পানাহিও রেহাই পাননি পুলিশের হাত থেকে। প্রায় ছয়মাস পর জামিনে মুক্তি পেয়েছেন তিনি। কারাদণ্ডাদেশ নিয়ে অনশনে বসার দুইদিন পর মুক্তি দেওয়া হয় তাকে।


বিজ্ঞাপন


গতকাল শুক্রবার তাকে সমর্থকদের জড়িয়ে ধরতে এবং গাড়িতে করে তেহরানের এভিন কারাগার এলাকা ছাড়তে দেখা গেছে তাকে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গত বছরের মে মাসে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর আবাদানে একটি বাড়ি ধ্বসে ৪৩ জনের মৃত্যু হয়। এর প্রতিবাদে তখন বিক্ষোভ করেন সেখানকার সাধারণ মানুষ। তাদের সমর্থন জানান মোস্তাফা আল-আহমেদ এবং মহম্মদ রাসুলফ। এতে তাদের প্রতি রুষ্ট হন ইরান সরকার। ফলস্বরুপ কারাগারে নিক্ষিপ্ত হন তারা।

এরপর থেকেই তাদের গ্রেফতারের প্রতিবাদে সরব ছিলেন পানাহি। তাদের মামলার ব্যাপারে আইনজীবীর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তিনি। সেসময় গ্রেফতার করা হয় তাকে।

‘দ্য সার্কেল’, ‘অফসাইড’, ‘ট্যাক্সি’র মতো ছবি তৈরি করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন পানাহি। তাঁকে ইরানের সেরা চলচ্চিত্রকারদের একজন হিসেবে বিবেচনা করা হয়।


বিজ্ঞাপন


এর আগেও ইরান সরকারের রোষানলে পড়েছিলেন পানাহি। ২০১০ সালে সরকারবিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় বন্দী হয়েছিলেন তিনি। সেসময় ছয় বছরের কারাদন্ড দেওয়া হয়েছিল তাকে।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর