ইরানি চলচ্চিত্র বিশ্বজুড়ে প্রশংসিত। হলিউড, হংকং, ফ্রেঞ্চ ও ইতালিয়ান সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেয় দেশটির চলচ্চিত্র। তবে সম্প্রতি সেখানকার চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে অন্ধকার। এক সপ্তাহের মধ্যে তিনজন চলচ্চিত্রকারকে গ্রেফতার করেছে দেশটির সরকার। ফ্রান্সের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
শুরুতে নির্মাতা মোস্তাফা আল-আহমেদ ও মহম্মদ রাসুলফকে গ্রেফতার করে ইরানি পুলিশ। সেসময় তাদের মুক্তির দাবিতে সোচ্চার হন ‘স্বর্ণ ভালুক’ জয়ী পরিচালক জাফর পানাহি। সোমবার তাকেও গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
চলতি বছরের মে মাসে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর আবাদানে একটি বাড়ি ধ্বসে ৪৩ জনের মৃত্যু হয়। এর প্রতিবাদে তখন বিক্ষোভ করেন সেখানকার সাধারণ মানুষ। তাদের সমর্থন জানান মোস্তাফা আল-আহমেদ এবং মহম্মদ রাসুলফ। এতে তাদের প্রতি রুষ্ট হন ইরান সরকার। ফলস্বরুপ কারাগারে নিক্ষিপ্ত হন তারা।
এরপর থেকেই তাদের গ্রেফতারের প্রতিবাদে সরব ছিলেন পানাহি। তাদের মামলার ব্যাপারে আইনজীবীর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তিনি। সেসময় গ্রেফতার করা হয় তাকে।
‘দ্য সার্কেল’, ‘অফসাইড’, ‘ট্যাক্সি’র মতো ছবি তৈরি করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন পানাহি। তাঁকে ইরানের সেরা চলচ্চিত্রকারদের একজন হিসেবে বিবেচনা করা হয়।
এর আগেও ইরান সরকারের রোষানলে পড়েছিলেন পানাহি। ২০১০ সালে সরকারবিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় বন্দী হয়েছিলেন তিনি। সেসময় ছয় বছরের কারাদন্ড দেওয়া হয়েছিল তাকে।
বিজ্ঞাপন
ইরানের কট্টর ইসলামপন্থী সরকারের সমালোচক হিসাবে পরিচিতি রয়েছে পানাহির। সেকারণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই নির্মাতার চলচ্চিত্র নির্মাণ ও চিত্রনাট্য লেখার পাশাপাশি দেশত্যাগের উপরও নিষেধাজ্ঞা জারি করে রেখেছে সরকার।
আরআর

