বলিউডের সংগীত জগতে বাঙালির রাজত্ব। রিয়েলিটি শোয়ে ব্যর্থ হয়ে এখন গোটা দেশ তথা বিশ্বকে নিজের সুরের মূর্ছনায় মাতাচ্ছেন অরিজিৎ সিং। তার নামটাই যথেষ্ট শ্রোতা টানার জন্য। মুম্বাইয়ে কর্মক্ষেত্র হলেও অরিজিতের অনেকটা সময়ই কাটে নিজের জন্মস্থান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। এবার তিন বছর পর কলকাতায় অনুষ্ঠান করতে আসবেন তিনি।
ফেব্রুয়ারিতে কলকাতায় শো করবেন অরিজিৎ। এখন থেকেই টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। একটি অনলাইন সংস্থার মাধ্যমে কেনা যাচ্ছে অনুষ্ঠানের টিকিট। ইকো পার্কে অরিজিতের কনসার্ট হবে বলে খবর। এখনও হাতে মাস তিনেক সময়। কিন্তু টিকিট যে হারে বিক্রি হচ্ছে এখন থেকে তা দেখার মতো।
বিজ্ঞাপন
অরিজিতের আসন্ন শো নিয়ে আরও একটি কারণে চর্চা চলছে নেটপাড়ায়। সেটা হলো টিকিটের দাম। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই শোয়ের টিকিটের দামের তালিকা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মানের, বিভিন্ন দামের টিকিট রয়েছে শোয়ের জন্য। আর দাম দেখেই চক্ষু চড়কগাছ সবার।
অরিজিতের শোয়ের টিকিটের দাম শুরুই হচ্ছে দুই হাজার ৫০০ টাকা থেকে। এগুলো ব্রোঞ্জ টিকিট। তারপর ধাপে ধাপে বেড়েছে টিকিটের মান ও মূল্য। ব্রোঞ্জের পর সিলভার, তারপর গোল্ড, প্ল্যাটিনাম এবং সবশেষে ডায়মন্ড। সর্বোচ্চ ডায়মন্ড টিকিটের দাম ৫০ হাজার টাকা।
আরও জানা যাচ্ছে, ব্রোঞ্জ টিকিটে জায়গা হবে মঞ্চ থেকে একেবারে শেষের সারিতে। দাঁড়িয়ে দাঁড়িয়েই শুনতে হবে অরিজিতের গান। তবে মঞ্চ থেকে দূরে হলেও বড় এলসিডি স্ক্রিনে গায়ককে স্পষ্টভাবেই দেখা যাবে। আর একেবারে উলটো ব্যবস্থা সর্বোচ্চ ডায়মন্ড টিকিটের জন্য। মঞ্চের একেবারে থেকে শুধু শো উপভোগই নয়, এই টিকিটের গ্রাহকদের জন্য থাকবে খাবার এবং পানীয়ের বন্দোবস্তও। পরবর্তীকালে টিকিটের দাম আরও বাড়ত পারেও বলে খবর।
দেখেশুনে নেটপাড়ায় ট্রোলিংও শুরু হয়ে গেছে। কারও মতে, অরিজিৎ তো যথেষ্ট পারিশ্রমিক পান। তাহলে শোয়ের টিকিটের এত দাম রাখা কেন? আবার কেউ কেউ মজা করে বলছেন, লাখ খানেক দিলে সোজা অরিজিতের কোলে উঠে যাওয়া যাবে।
বিজ্ঞাপন
/আরএসও